জেনে নিন রতন টাটার কুষ্ঠিতে কী যোগ ছিল, যে কারণে সব সময় মা লক্ষ্মীর কৃপা ছিল তাঁর ওপর

রতন টাটার জন্মকুষ্ঠিতে ছিল বিরল বুধাদিত্য যোগ, যা তাঁর অসাধারণ সাফল্যের মূল কারণ হিসেবে বিবেচিত। এই যোগের ফলে তিনি যে কাজেই হাত দিতেন, তাতেই সাফল্য পেতেন। তাঁর কুষ্ঠিতে বিবাহের অধিপতি বুধের উপর শনির নেতিবাচক প্রভাবের কারণে তিনি অবিবাহিত ছিলেন।

Sayanita Chakraborty | Published : Oct 11, 2024 8:11 AM IST

একজন সফল ব্যবসায়ী হিসেবে বিশ্বজোড়া নাম ছিল রতন টাটার। তিনি ৯ অক্টোবর বুধবার রাত ১১.৩০ মিনিটে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন। তাঁর প্রচেষ্টাতেই টাটা গ্রুপের সাফল্য সারা বিশ্বের নজর কাড়ে। কঠিন পরিশ্রমের পাশাপাশি ভাগ্য তাঁকে সঙ্গে দিয়েছিল। জেনে নিন তাঁর কুষ্ঠিতে কী যোগ ছিল, যার কারণে মা লক্ষ্মীর কৃপা ছিল তাঁর ওপর।

জানা যায়, ২৮ ডিসেম্বর ১৯৩৭ সালে মুম্বইয়ে সকাল ৬.৩০ মিনিটে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা। ধনু রাশি ও তুলা রাশির অবস্থান ছিল তাঁর জন্ম তালিকায়। সূর্য, বুধ ও শুক্রের আরোহণে অত্যন্ত শুভ অবস্থান ছিল। বৃহস্পতি ধনুতে এবং মঙ্গল তৃতীয় ঘরে ছিল। চতুর্থ ঘরে শনির অবস্থান ছিল। একাদশে চন্দ্র ও দ্বাদশ ও ষষ্ঠ ঘরে ছিল রাহু ও কেতু।

Latest Videos

বুধাদিত্য যোগ

এক প্রখ্যাত জ্যোতিষীর মতে, রতন টাটার কুষ্ঠিতে ছিল বুধাদিত্য যোগ। এই যোগকে পরশ পাথর যোগ বলে। এই যোগের আধিপতি মাটি স্পর্শ করলে তা পাথর হয়ে যায়। এর মানে তিনি যে কাজই করবেন না কেন তার দ্বিগুণ সাফল্য আসবে।

বৈবাহিক জীবন

এক প্রখ্যাত জ্যোতিষীর মতে, রতন টাটার কুষ্ঠীতে বিবাহিত জীবনের অধিপতি বুধের ওপর শনির নেতিবাচক দিক থাকার কারণে বিবাহ সম্ভব হয়নি। একই সময় সূর্যের দিকটিও রাশিফলের সপ্তম ঘরে ছিল। গ্রহের এমন অবস্থান বৈবাহিক জীবনে বাধা তৈরি করেছে।

গ্রহের এই অবস্থানে তিনি বিয়ে করলেও কোনও না কোনও কারণে বিয়ে ভেঙে যেত বা বিবাহ বিচ্ছেদ হত। নবমংশ কুণ্ডলীর সপ্তম ঘরে শনির কুটিল দিক এবং একই ঘরে শুক্রের মঙ্গল দৃষ্টিভঙ্গির কারণে রতন টাটা বিয়ে করেননি।

 

Share this article
click me!

Latest Videos

কলকাতায় এসে নাম না করে মমতাকে চরম হুঁশিয়ারি জেপি নাড্ডার, দেখুন কী বললেন | JP Nadda
'নিশ্বর নিস্তারিণী' কলকাতার বুকে বঞ্চিতদের এক টুকরো বস্তি | Durga Puja 2024 | Jodhpur Park 2024 |
অবস্থা আশঙ্কাজনক! কোমায় যাওয়ার সম্ভাবনা অনিকেতের, দেখুন কী বললেন চিকিৎসক
বর্তমানে কেমন পরিস্থিতি অনিকেতের? দেখুন কী বললেন আর জি করের CCU ইনচার্জ ডাক্তার সোমা মুখোপাধ্যায়
গোটা সংবিধানের 'অন্দরমহল' দেখে আসুন সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো | Durga Puja 2024 | Santoshpur