
ভালো বা খারাপ- দুই ধরনের আচরণ রয়েছে আমাদের সকলের মধ্যে। নেতিবাচক ও ইতিবাচক- আছে দুধরনের মানসিকতা। কথা আছে, ভালো খারাপ নিয়ে মানুষ। আর এই কথার সত্যতার প্রমাণ রয়েছে শাস্ত্রে। ভবিষ্যত জানতে আমরা সকলে ভরসা করি জ্যোতিষ শাস্ত্রের ওপর। তেমনই শাস্ত্রে রয়েছে আরও কয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যখ্যা। ব্যক্তির আচরণ ও মানসিকতা উভয়ের ব্যখ্যা মিলবে শাস্ত্রে। শাস্ত্রে উল্লেখ আছে ১২টি রাশির। আর এই ১২ রাশির জাতক জাতিকার আচরণের উল্লেখ আছে শাস্ত্রে। শাস্ত্রে মতে, এদের মধ্যে কেউ শাস্ত তো কেউ উদ্ধত। কেউ ধূর্ত তো কেউ চালাক। তেমনই কেউ বদমেজাজী তো কেউ নম্র স্বভাবের। রাশি আলাদা হওয়ার সকলের মধ্যে এমন পার্থক্য। আজ রইল বৃষ রাশির কথা। রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল হন। তবে, এদের মধ্যে রয়েছে বেশ কিছু বদ অভ্যেস। দেখে নিন কী কী।
নিজের চাহিদা সম্পর্কে এরা সর্বদা থাকে অবিচল। কিছুতেই কোনও পরিস্থিতিতে নিজের কথার নর-চর করে না। এরা জেদী স্বভাবের মানুষ হয়ে থাকেন। যে কারণে প্রায়শই সমস্যায় পড়েন।
এরা অলস স্বভাবের মানুষ হন। সহজে কোনও কাজে উদ্যোগ পান না। সে কারণে অনেকে এদের ওপর বিরক্ত হয়ে থাকেন।
অন্যের প্রতি ঈর্ষা প্রকাশ করেন প্রায়শই। হিংসুটে স্বভাবের হন এরা। শাস্ত্র মতে, মেষ রাশির ছেলে মেয়েরা সহজে কারও ভালো সহ্য করতে পারেন না। এদের মধ্যে হিংসা খুব বেশি থাকে। যা তাদের আচরণে প্রকাশ পায়।
পজেসিভ মানসিকতার হন এরা। নিজের সঙ্গীর ওপর সব সময় কর্তৃত্ব ফলান। এদের এই আচরণ অনেক সময় বিচ্ছেদের কারণ পর্যন্ত হয়ে থাকতে। সব সময় সঙ্গীর সব ব্যাপারে মন্তব্য করেন। এমনকী পরিবারের সদস্যদেরও ওপরও নিজের অধিকার ফলিয়ে থাকেন এরা। এদের এই আচরণ অধিকাংশের বিরক্তির কারণ হয়ে থাকে।
নিজের ক্ষোভ ধরে রাখতে পারেন না। আবেগের ওপর এদের একেবারে নিয়ন্ত্রণ নেই। অল্পতে অধৈর্য্য হয়ে পড়েন। পছন্দসই কিছু না পেলে ক্ষোভ প্রকাশ করেন। কিছুতেই ধৈর্য্য ধরে রাখতে পারেন না এরা। সে কারণে এরা অনেকের কাছে খারাপ হয়ে যান। এমনই হয়ে থাকেন বৃষ রাশি ছেলে মেয়েরা।
আরও পড়ুন- মেষ রাশির এই চার খারাপ আচরণ সম্পর্কে অবগত থাকুন, দেখে নিন এরা কেমন হন
আরও পড়ুন- সারাক্ষণ সব জান্তা আচরণ, দেখনদারিতে ওস্তাদ এই চার রাশির ছেলে মেয়েরা
আরও পড়ুন- ব্যক্তিত্ব নজর কাড়ে সকলের, এদের আচরণ সহজে যে কোনও ব্যক্তিকে প্রভাবিত করে