অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে খুলবে কপাল! লটারি কাটলেই জিতবেন এই রাশির জাতক-জাতিকারা

Published : Oct 19, 2024, 01:14 PM ISTUpdated : Oct 19, 2024, 05:48 PM IST

লটারি কাটবেন ঠিক করেছেন? কারণ, অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের খুলতে পারে কপাল। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, কোন কোন রাশির লটারি ভাগ্য আগামী ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভালো আছে, তা একবার দেখে নেওয়া যাক।

PREV
112
মেষ রাশিঃ আগামী সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন

কারণ, তাদের লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

212
বৃষ রাশিঃ তবে বৃষ রাশির জন্য আসন্ন সপ্তাহটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে

তাই লটারি কাটার আগে একবার সবদিক বিবেচনা করে নেবেন।

312
মিথুন রাশিঃ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য লটারি (Lottery) টিকিটের যোগ একদমই ভালো নয়।

যদি থেকেও থাকে, তা অনেকটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

412
কর্কট রাশিঃ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে লটারির টিকিট কাটা একেবারেই ঠিক হবে না

কারণ, একেবারেই ভালো ফলের আশা নেই।

512
সিংহ রাশিঃ এই সপ্তাহের মাঝামাঝি সময়টা আবার সিংহ রাশির জন্য খুবই ভালো

তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট (Ticket) না কাটাই ভালো।

612
কন্যা রাশিঃ অন্যদিকে, কন্যা রাশির ব্যক্তিরা এই সপ্তাহে খুব বেশি আশা করবেন না

তবে খুব ইচ্ছে করলে ছোট অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন আপনারা।

712
তুলা রাশিঃ কিন্তু আসছে সপ্তাহ তুলা রাশির জন্য খুব ভালো হতে চলেছে

বেশ ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

812
বৃশ্চিক রাশিঃ অপরদিকে বৃশ্চিক রাশির একটি ভেবেচিন্তে পা ফেলা উচিৎ

এই রাশির জাতক-জাতিকাদের মোটা অঙ্কের লটারির টিকিট কাটা একদমই উচিৎ হবে বলে মনে হয় না।

912
ধনু রাশিঃ এই সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কেটে দেখতে পারেন

কারণ, তাদের কিছুটা হলেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। 

1012
মকর রাশিঃ মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা খুব ভালো

কিন্তু মধ্য ভাগের পরে খুব একটা অর্থপ্রাপ্তি হবে না।

1112
কুম্ভম রাশিঃ সপ্তাহের শুরুটা কুম্ভ রাশির জন্য খুব ভালো নয়

তবে শেষ দিকে ভালো হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে।

1212
মীন রাশিঃ মীন রাশির জাতকদের এই সপ্তাহে খুব বেশি অর্থপ্রাপ্তির যোগ নেই

তাই লটারির টিকিট না কাটাই ভালো। 

click me!

Recommended Stories