সাবধান! চন্দ্রগ্রহণে তৈরি হচ্ছে মৃত্যু যোগ, জড়িয়ে যেতে পারে আপনার ভাগ্য

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে বছরের শেষ চন্দ্রগ্রহণ উপলক্ষ্যে গ্রহগুলির বিশেষ অবস্থান রয়েছে। যার কারণে এটি কারও কারও জন্য উপকারী হলেও কারও কারও জন্য রীতিমত অশুভ। প্রতীকার পেতে এই কাজগুলি করুন।

 

 

মঙ্গলবার অর্থাৎ ৮ নভেম্বর হবে বছরের দ্বিতীয় বা শেষ চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্র গ্রহণ প্রায় প্রতিটি রাশির জাতক ও জাতিকাদের প্রভাবিত করবে। এই চন্দ্র গ্রহণের প্রভাবে বেশ কিছু মানুষের জীবনে রীতিমত ভয়ঙ্কর। কারণ এই চন্দ্র গ্রহণে তৈরি হচ্ছে মৃত্যু যোগ। কারণ বছরের শেষ এই চন্দ্র গ্রহণটি মঙ্গলের মানিকানাধীন মেশ রাশিতে হবে। যা ভারত থেকে দেখা যাবে।

Latest Videos

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে বছরের শেষ চন্দ্রগ্রহণ উপলক্ষ্যে গ্রহগুলির বিশেষ অবস্থান রয়েছে। যার কারণে এটি কারও কারও জন্য উপকারী হলেও কারও কারও জন্য রীতিমত অশুভ। কারও কারও জীবনে চন্দ্রগ্রহণ মৃত্যু যন্ত্রণা এনে দেবে। এই পরিস্থিতিতে অনেকেই সতর্ক হওয়া জরুরি।

কারণ হিসেবে এক জ্যোতিষ ব্যাখ্যা দিয়েছেন, গ্রহণের সময় গ্রহের সেনাপতি মঙ্গল শনি, সূর্য ও রাহু একে অপরের মুখোমুখি হবেন। এদের মধ্যে মঙ্গল ও রাহু আর সূর্য আর রাহু সবথেকে বেশি শক্র। ভারতের রাশিচক্রে সূর্য, চন্দ্র, বুধ আর শুক্রের মিলন তূলা রাশি তৈরি হয়েছে। একই সময়ে কুম্ভ রাশিতে শনি এবং নবম ঘরে মঙ্গল মিথুনের কারণে ধ্বংসাত্মক যোগ তৈরি হচ্ছে। চন্দ্রগ্রহণের ক্ষেত্রে এই সংযোগ অত্যন্ত অশুভ। এ ছাড়া মঙ্গল ও শনি পরস্পরের মুখোমুখি হওয়ায় ষড়ষ্টক যোগ, নিচরাজ ভাং এবং প্রীতি যোগও তৈরি হচ্ছে। যার কারণে চন্দ্রগ্রহণের সময় মানুষকে খুব সাবধানে থাকতে হয়। গ্রহনের সময় ভগবান বৃহস্পতি এবং ভগবান মঙ্গল বিপরীতমুখী হবেন।

এই পরিস্থিতিতে শত্রুর আক্রমণ, অনেক উঁচু থেকে পড়ে যাওয়া, সড়ক দুর্ঘটনা বিপজ্জনক হতে পারে। যা মানুষের জীবনে সংকট তৈরি করতে পারে। কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টা খুবই খারাপ। দুর্ঘটনা বিবাদ এজাতীয় পরিস্থিতি এড়িয়ে চলাও শ্রেয়। তবে এই সময় মিথুন , কর্কট , কুম্ভ রাশির জন্য শ্রেয়। তবে একটু অসাবধান হলেই সমস্যায় পড়তে হতে পারে এদের।

হিন্দু শাস্ত্র মতে এমনিতেই চন্দ্র বা সূর্য গ্রহণের সময় সতর্ক থাকা জরুরি। কারণ এই সময় নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। আর সেই কারণে ঘর থেকে বার হওয়া বা খাওয়াদাওয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে শাস্ত্র মতে। যা অনেকেই এখন মানেন না। কিন্তু এই চন্দ্র গ্রহণে অনেকের জীবনে অশুভ প্রভাব বিস্তার করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ

মঙ্গলবার কার্তিক পূর্ণিমা, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে করুন এই সহজ কাজগুলি

২৪ নভেম্বর থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল এই রাশিগুলির, স্থান পরিবর্তন করছেন দেবগুরু বৃহস্পতি

আজকের দিনটি এই তিন রাশির জন্য কঠিন হতে চলেছে, দেখে নিন তালিকায় আপনি আছেন কি না

 

 

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল
চোখের সামনেই গুঁড়িয়ে পড়লো আস্ত Ranaghat-এর এক বিল্ডিং! আতঙ্কে গোটা এলাকা | Nadia Latest News Today
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি