মহাকাল নগরী মহাশিবরাত্রিতে ২১ লক্ষ প্রদীপে আলোকিত হবে, হতে পারে বিশ্ব রেকর্ডও

Published : Feb 13, 2023, 01:34 PM ISTUpdated : Feb 13, 2023, 01:35 PM IST
Mahashivratri 2022

সংক্ষিপ্ত

উজ্জয়নে মহাশিবরাত্রিতে ২১ লাখ প্রদীপ জ্বালানোর পরিকল্পনা। উজ্জয়নে ক্ষিপ্রা নদীর ঘাট-সহ শিব জ্যোতি অপর্ণাম হবে, শহরের মন্দির, সব বাণিজ্যিক স্থান ও বাড়িতে আলোকসজ্জা করা হবে। উৎসবে ২১ লাখ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করা হবে

মহাকাল শহর উজ্জয়িনে মহা শিবরাত্রি উৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। ১৮ ফেব্রুয়ারি উজ্জয়িনীতে দীপাবলির মতো মহাশিবরাত্রির উৎসব পালিত হবে। মহাশিবরাত্রিতে ২১ লাখ প্রদীপে আলোকিত হবে উজ্জয়িনী। সিএম শিবরাজ ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে ২১ লক্ষ প্রদীপ জ্বালানোর মহা প্রচারের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর বাসভবন সমতভা ভবনে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র ডঃ রাজেশ রাজৌরা, মুখ্য সচিব সুখবীর সিং, পরিচালক সংস্কৃতি এবং সংস্কৃতি বিভাগের আধিকারিকরা অংশ নেন। অন্যদিকে, উচ্চশিক্ষামন্ত্রী ড. মোহন যাদব, কমিশনার, কালেক্টর এবং উজ্জয়িনী থেকে আধিকারিকরা কার্যত যোগ দেন৷

শূন্য অপচয়ের নীতিতে মহাশিবরাত্রি দীপোৎসবের আয়োজন করা হবে। উৎসবের নামকরণ করা হয়েছে "শিব জ্যোতি অপর্ণম ২০২৩। উৎসবে ২১ লাখ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করা হবে। এর আগে ২০২২ সালে ১১ লাখ ৭১ হাজার ৭৮ জন উজ্জয়িনে মহাশিবরাত্রিতে প্রদীপ জ্বালানো হয়। এটি করে তৈরি হয় বিশ্ব রেকর্ড। এর পর ২০২২ সালে অযোধ্যায় দীপাবলিতে ১৫ লাখ ৭৬ হাজার প্রদীপ জ্বালিয়ে নতুন বিশ্বরেকর্ড তৈরি হয়। 

উজ্জয়নে মহাশিবরাত্রিতে ২১ লাখ প্রদীপ জ্বালানোর পরিকল্পনা। জিরো ওয়েস্ট নীতিতে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। মন্দির, ঘাট ও শহরের প্রধান স্থানগুলোকে সাজানো হবে। উজ্জয়নে ক্ষিপ্রা নদীর ঘাট-সহ শিব জ্যোতি অপর্ণাম হবে, শহরের মন্দির, সব বাণিজ্যিক স্থান ও বাড়িতে আলোকসজ্জা করা হবে।

আরও পড়ুন- প্রায় ৩০০০ ফুট উঁচুতে দুর্গম পাহাড়ের গুহায় মহাকাল মন্দির, শিবরাত্রি উপলক্ষে আসেন কয়েক হাজার দর্শনার্থী

আরও পড়ুন- মহাশিবরাত্রিতে ৩০ বছর পর খুব শুভ যোগ, জেনে নিন পুজোর সবচেয়ে শুভ সময়

আরও পড়ুন- জেনে নিন মহাশিবরাত্রিতে ভোলানাথের পূজা করার সঠিক পদ্ধতি যা দূর করবে জীবনের যাবতীয় ঝঞ্ঝাট

বৈদ্যুতিক সজ্জার সঙ্গে, প্রধান স্থানে রঙ্গোলি এবং অন্যান্য সাজসজ্জা থাকবে। ক্ষিপ্রা নদীর তীরে কেদারেশ্বর ঘাটে ৩ লাখ ১০ হাজার, সুনেহরি ঘাটে ১ লাখ ৭৫ হাজার, দত্ত আখড়ায় ৪ লাখ ৫০ হাজার, রাম ঘাট থেকে বোম্বে ধর্মশালা পর্যন্ত ২ লাখ ৫০ হাজার, বোম্বে ধর্মশালা থেকে নরসিংহ পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার। মন্দির এবং ভুখী মাতার মন্দিরের দিকে মালি ঘাটে ৪ লাখ ৭৫ হাজার প্রদীপ জ্বালানোর পরিকল্পনা রয়েছে। প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক এই কাজে অংশ নেবেন।

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল