বছরের তৃতীয় মাস মার্চ। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
ইংরেজি ক্যালেন্ডারের তৃতীয় মাস শুরু হতে চলেছে। মার্চ মাসে দোল, চৈত্র নবরাত্রি, রাম নবমী সহ অনেক বড় উৎসব উদযাপিত হবে। এছাড়াও এই মাসে অনেক বড় গ্রহ ও নক্ষত্ররাশি তাদের রাশি পরিবর্তন করছে। যা আমাদের রাশিচক্রকে প্রভাবিত করবে। এমন পরিস্থিতিতে, আপনার পরিবারে কার কোন রাশি সেই অনুসারে আসুন জেনে নেওয়া যাক সেই সব রাশির জাতকদের জন্য মার্চ মাসটি কেমন যাবে।
রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। তবে জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
মিথুন রাশির জাতকদের মার্চের শুরুতে উত্থান-পতনের মুখোমুখি হতে পারে। অফিসে অফিসারদের সাহায্যে পদোন্নতি হতে পারে। জমি-বাড়ি সংক্রান্ত লেনদেনের জন্য এই মাসটি শুভ। মাসের শেষ দিকে পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। পিতার সাহায্যে ব্যবসায় লাভ হবে। এই মাসে এই রাশির অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে থাকা কাজ মাসের শেষের দিকে শেষ হবে।
আরও পড়ুন- মেষ রাশির মার্চ মাসে কর্মজীবনে সাফল্য ও পদোন্নতির সম্ভাবনা, জেনে নিন কেমন কাটবে এই মাস
আরও পড়ুন- বৃষ রাশির চাকরিজীবীরা মার্চ মাসে অফিসের কাজ নিয়ে চিন্তিত থাকবেন, জেনে নিন কেমন কাটবে এই মাস
আরও পড়ুন- ২ মার্চ এই রাশিগুলি অবশ্যই নিজের প্রেমের রাশিফল দেখে নিন, জেনে নিন বৃহস্পতিবারের লাভ লাইফ
ইংরেজি বছরের তৃতীয় মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হমার্চ মাসে হয়।