সংক্ষিপ্ত

বছরের তৃতীয় মাস মার্চ। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

 

ইংরেজি বছরের দ্বিতীয় মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হমার্চ মাসে য়।

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- মেষ রাশির মার্চ মাসে কর্মজীবনে সাফল্য ও পদোন্নতির সম্ভাবনা, জেনে নিন কেমন কাটবে এই মাস

আরও পড়ুন-  ৩০ বছর পরে দোলের দিন তৈরি হচ্ছে বিশেষ যোগ, এই রাশির জাতকদের জন্য আসছে সুখবর

আরও পড়ুন-  ২ মার্চ এই রাশিগুলি অবশ্যই নিজের প্রেমের রাশিফল দেখে নিন, জেনে নিন বৃহস্পতিবারের লাভ লাইফ

বৃষ রাশির জাতকদের এই মাসে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন। চাকরিজীবীরা অফিসের কাজ নিয়ে চিন্তিত থাকবেন। বৈষয়িক আরাম-আয়েশ বৃদ্ধি পাবে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে আপনি মৌসুমী রোগের কবলে পড়তে পারেন। প্রেমের সম্পর্ক নিবিড় হবে। প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে হবে। মাসের মাঝামাঝি ব্যবসা সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে।