স্ত্রীর সঙ্গে প্রতারণা করার কথা ভুলেও ভাবেন না, সৎ হন এই চার রাশির ছেলেরা

Published : Oct 18, 2023, 03:47 PM IST
Marriage after 30

সংক্ষিপ্ত

স্ত্রীর সঙ্গে প্রতারণা করার কথা ভুলেও ভাবেন না, এই চার রাশির ছেলেরা সৎ হন। দেখে নিন তালিকায় কে কে আছেন।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২ রাশির কথা। শাস্ত্র মতে, সকলে আলাদা আলাদা ধরনের মানুষ। সকলের মানসিকতা থেকে স্বভাব সবই হয় ভিন্ন। আজ রইল চার রাশির পুরুষের কথা। স্ত্রীর সঙ্গে প্রতারণা করার কথা ভুলেও ভাবেন না, এই চার রাশির ছেলেরা সৎ হন। দেখে নিন তালিকায় কে কে আছেন।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলেরা প্রেম ও দাম্পত্য সম্পর্ককে খুবই গুরুত্ব দিয়ে থাকে। এরা সততার সঙ্গে জীবনযাপন করতে পারে।

কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা প্রেম ও দাম্পত্য সম্পর্কে সাফল্য পেয়ে থাকে। এরা সম্পর্কের প্রতি অত্যন্ত সৎ হন। এরা বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না। এরা স্ত্রীর সঙ্গে প্রতারণা করার কথা ভুলেও ভাবেন না।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা সততা ও বিশ্বস্ততার মধ্যে দিন কাটাতে চান। এরা সৎ স্বভাবের হন। এই রাশির ছেলেরা সব সময় সঙ্গীকে সুখে রাখে চান। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, এরা সব সময় সঙ্গীকে সব সময় সমর্থন করে থাকে।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলেদের দাম্পত্য ও প্রেমের সম্পর্ক খুবই সুন্দর হয়। সম্পর্কের ব্যাপারে বেশ সচেচন হন ধনু রাশির ছেলে মেয়েরা। এরা সৎ স্বভাবের মানুষ হয়ে থাকেন।

 

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বুধবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আপনার সম্পর্ক আরও মজবুত হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল