পঞ্চমী থেকে নবমী- পালন করুন এই বিশেষ টোটকা, দূর হবে সকল আর্থিক জটিলতা

নানান সময় আর্থিক সমস্যায় দিন কাটে সকলের। পঞ্চমী থেকে নবমী- পালন করুন এই বিশেষ টোটকা, দূর হবে সকল আর্থিক জটিলতা।

চারিদিকে সাজো সাজো রব। মা আসছেন মর্ত্যে। শুরু হয়ে গিয়েছে দেবী পক্ষ। কোথায় কোথায়ও হচ্ছে চন্ডী পাঠ। পঞ্চমী থেকে বসবে বোধন। এই শুভ সময় দূর করুন জীবন সকল জটিলতা। নানান সময় আর্থিক সমস্যায় দিন কাটে সকলের। পঞ্চমী থেকে নবমী- পালন করুন এই বিশেষ টোটকা, দূর হবে সকল আর্থিক জটিলতা।

এই কদিন রাতে রোজ স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন। এই সময় নতুন কাপড় পরেন প্রায় সকলেই। সম্ভব হলে রাতে স্নান সেরে নতুন কাপড়ে পরে নিন। তারপর একটি জলচৌকিতে নতুন লাল কাপড় পাতুন। তাতে স্থাপন করুন বগলামুখী যন্ত্র। এই যন্ত্রের দুপাশে এখটি করে গমের মন্ড তৈরি করন। গমের সেই মন্ডের ওপর রাখুন প্রদীপ। সম্ভব হলে ঘি-র তৈরি প্রদীপ রাখুন। তা না হলে তেলের প্রদীপও রাখতে পারেন। এবার দিন নৈবেদ্য। নিজের সাধ্য মতো নৈবেদ্য দিলেই হবে। তারপর যন্ত্রের সামনে হলুদ রঙের ফুল রাখুন। এভার রোজ রাতে পুজো করুন। পঞ্চমী থেকে রোজ পুজো করুন। তারপর নবমীর রাতে পুজো শেষে কিংবা দশমীর দিন এই যন্ত্র বাড়ির দক্ষিণ দিকে পুঁতে রাখুন। আর পুজোর সকল সামগ্রী জলে ভাসিয়ে দিন।

Latest Videos

পুজোর কদিন এই টোটকা পালন করুন। ১৯ অক্টোবর হল পঞ্চমী। এই দিন থেকে পালন করুন এই টোটকা। যা নবমী পর্যন্ত পালন করতে হবে। কোনও ভাবেই এর অন্যথা করবেন না। এতে মা দুর্গার কৃপা মিলবে। ঘটবে আর্থিক উন্নতি। নিষ্ঠার সঙ্গে পুজো করলে মিলবে উপকার।

 

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে প্রতারণা করার কথা ভুলেও ভাবেন না, সৎ হন এই চার রাশির ছেলেরা

এই ৪টি গ্রহ চাকরি ও ব্যবসায় দারুণ সাফল্য আনে, জেনে নিন তাদের থেকে শুভ ফল পাওয়ার উপায়

Numerology: বুধবার ধৈর্য ও সংযম রাখুন এই তারিখের জাতক জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে