রবিবার পালন করুন এই কয়টি জ্যোতিষ টোটকা, আর্থিক জটিলতা থেকে মিলবে মুক্তি, ঘটবে সংসারে উন্নতি

Published : Feb 26, 2023, 11:54 AM IST
astrology

সংক্ষিপ্ত

রইল সকল সমস্যা থেকে মুক্তির উপায়। রবিবার পালন করুন এই কয়টি জ্যোতিষ টোটকা, আর্থিক জটিলতা থেকে মিলবে মুক্তি মিলবে, ঘটবে সংসারে উন্নতি। দেখে নিন আজ কোন কোন টোটকা পালনে মিলবে উপকার।

সংসারে একের পর এক সমস্যা লেগেই আছে। আর্থিক জটিলতা, পারিবারিক অশান্তি থেকে শুরু করে নানান সমস্যা চলতেই থাকে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। আজ রইল সকল সমস্যা থেকে মুক্তির উপায়। রবিবার পালন করুন এই কয়টি জ্যোতিষ টোটকা, আর্থিক জটিলতা থেকে মিলবে মুক্তি মিলবে, ঘটবে সংসারে উন্নতি। দেখে নিন আজ কোন কোন টোটকা পালনে মিলবে উপকার।

রবিবার দিন সূর্য দেবতার পুজো করুন। রবিবার দিনটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। আজ রবিরার সূর্যদেবকে খুশি করলে মিলবে সকল সমস্যা থেকে মিলব উপকার। সম্মান বাড়বে আপনার। আজ রবিবার দিন সকালে স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। এতে মিলবে উপকার।

রবিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। এই দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান পিপল গাছের নিচে। মিলবে উপকার।

রবিরার নদীর ধারে গিয়ে মাছকে খাওয়ান। এতে পূণ্য অর্জন হবে। নদী বা পুকুরে গিয়ে মাছকে খাবার দিলে আর্থিক ক্ষতি থেকে মুক্তি পেতে পারেন। মিলবে উপকার।

রবিবার পালন করতে পারেন রুটির টোটকা। আটা দিয়ে রুটি তৈরি করুন। এবার সেই রুটি কালো গরুকে খাওয়ান। এতে শনিদেবতা খুশি হবেন। সংসারে শান্তি আসবে। জীবনে সকল সমস্যা থেকে পেতে পারেন মুক্তি।

তেমনই রবিবার দিন কয়টি জিনিস দান করলে ঘটবে উন্নতি। রবিবার কালো তিল, অড়হর ডাল দান করতে পারেন। এই টোটকা বেশ উপকারী। রবিরার এমন টোটকা পালন করুন।

তেমনই রবিবার দরিদ্র ব্যক্তিকে তামার পাত্র দান করতে পারেন। এই টোটকা বেশ উপকারী। জমি সংক্রান্ত কোনও বিবাদ থাকলে মিলবে মুক্তি। শাস্ত্রে উল্লেখ আছে এমনটাই। জমি নিয়ে অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ চলতে থাকে। এ সমস্যা থেকে মুক্তি পেতে তামার পাত্র দান করতে পারেন। তেমনই এই দিন গম দান করাও শুভ। এতেও আপনি পেতে পারেন উপকার। মেনে চলুন এই সকল টোটকা।

শাস্ত্র মতে, সঠিক দিনে ও সঠিক সময় জ্যোতিষ টোটকা পালন করতে পারলে সকল সমস্যা থেকে মিলবে পারে মুক্তি। তা রবিবার দিন পালন করুন এই কয়টি জ্যোতিষ টোটকা, আর্থিক জটিলতা থেকে মিলবে মুক্তি মিলবে, ঘটবে সংসারে উন্নতি। রইল টোটকা।

 

আরও পড়ুন

পারিবারিক সমস্যা সমাধান হবে এই তারিকের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

রবিবার দিনটি হতে চলেছে কঠিন, আজ সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

২৬ ফেব্রুয়ারি একাধিক সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এই রাশিগুলো, রইল দৈনিক রাশিফল

 

PREV
click me!

Recommended Stories

Weekly Horoscope: বর্ষশেষের এই সময়ে ১২ রাশির কেমন কাটবে এই সপ্তাহ! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
মঙ্গল গোচর ২০২৫: রাশি পরিবর্তনে এই মাসেই খুব খারাপ সময় শুরু হতে চলেছে ৫ রাশির