ভুলেও এই পাঁচটি জিনিস রাখবেন না ঘরে, খারাপ সময় ঘিরে ধরতে পারে আপনাকে

Published : Nov 18, 2022, 11:11 AM IST
rocking chair

সংক্ষিপ্ত

সকল অশান্তির কারণ হয় ঘরে থাকা নেতিবাচক এনার্জি। আজ রইল পাঁচটি জিনিসের কথা। শাস্ত্র মতে, ভুলেও এই পাঁচটি জিনিস ঘরে রাখবেন না। হতে পারে কঠিন বিপদ। দেখে নিন কী কী রাখতে নেই।

বাস্তু শাস্ত্রের ওপর ভরসা বাড়ছে মানুষের। বাস্তু শাস্ত্রের ধারণা এক সময় সমাজের মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন বহু মানুষ ভরসা করেন বাস্তুশাস্ত্রের ওপর। ঘর তৈরিতে, ঘরের নেতিবাচক এনার্জি দূর করতে সকলেই ভরসা করছেন শাস্ত্রের ওপর। শাস্ত্র মতে, ঘরে নেতিবাচক এনার্জি থাকলে তা সব কাজে বাধা দেয়। সকল অশান্তির কারণ হয় এই নেতিবাচক এনার্জি। আজ রইল পাঁচটি জিনিসের কথা। শাস্ত্র মতে, ভুলেও এই পাঁচটি জিনিস ঘরে রাখবেন না। হতে পারে কঠিন বিপদ। দেখে নিন কী কী রাখতে নেই।

বন্ধ ও খারাপ ঘরি ভুলেও রাখবেন না বাড়িতে। এমনই উল্লেখ আছে শাস্ত্রে। শাস্ত্র মতে, বন্ধ ও খারাপ ঘরি রাখলে তা আপনার ঘরে নেতিবাচক এনার্জি তৈরি করে। যার কারণে শুরু হয় খারাপ সময়। মেনে চলুন এই বিশেষ টিপস। ঘরি খারাপ হয়ে গেলে তা আজই সারিয়ে নিন।

ঘর সাজাতে অনেকে গাছ রেখে থাকেন। বিভিন্ন ঘরনের গাছ রাখেন। কিন্তু, ঘর সাজাতে কেউ ভুলেও ক্যাকটাস গাছ রাখেন না। ক্যাকটাস গাছ সম্পর্কের ওপর খারাপ প্রভাব ফেলে। পরিবারের সকল সদস্যের সঙ্গে অশান্তি শুরু হতে পারে এই গাছের কারণে। ঘরে ক্যাকটাস গাছ থাকতে তা নেতিবাচক এনার্জি তৈরি করে।

খারাপ কল পরিবারে খারাপ প্রভাব ফেলে। শাস্ত্র মতে, জং ধরা কল। কিংবা এমন কোনও কল যদি থাকে যা দিয়ে সারাক্ষণ জল পড়ে, তেমন কল রাখবেন না। দ্রুত তা সারিয়ে নিন। এমন কল উন্নতিতে বাধা দেয়।

বাড়িতে রাখবেন না রকিং চেয়ার। শাস্ত্র মতে, রকিং চেয়ার ঘরে নেতিবাচক এনার্জি তৈরি করে। এতে সংসারে অশান্ত হতে পারে। তাই মেনে চলুন এই বিশেষ টিপস। রকিং চেয়ার থাকলে তা আজই ঘর থেকে বাতিল করুন।

শুকিয়ে যাওয়া গাছ রাখা খুবই বিপদজ্জনক। মেনে চলুন এই বিশেষ টিপস। অনেকেই ঘর সাজান গাছ দিয়ে কিংবা বাগান তৈরির শখ রাখেন। কিন্তু, খেয়াল করে দেখুন এই সকল গাছের মধ্যে শুকিয়ে যাওয়া গাছ যেন না থাকে। যদি দেখেন কোনও গাছ শুকিয়ে যেতে শুরু করেছে তাহলে তা দ্রুত ফেলে দিন। মেনে চলুন এই বিশেষ টিপস। শাস্ত্র মতে, ভুলেও এই পাঁচটি জিনিস রাখবেন না ঘরে, খারাপ সময় ঘিরে ধরবে আপনাকে।

 

আরও পড়ুন-

শুক্রবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন কার সতর্ক থাকা প্রয়োজন

রইল প্রেমের রাশিফল, দেখে নিন কার জন্য দিনটি শুভ, কার সম্পর্কে দেখা দিতে পারে জটিলতা

আজ যে কোনও ইচ্ছা পূরণ হবে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: আজ সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের আলোচনা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ এদের ফাটকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল