শুক্রবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন কার সতর্ক থাকা প্রয়োজন

Published : Nov 18, 2022, 10:39 AM IST
astrology

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে ভাবনা চিন্তা করুন। তা না হলে বিপদে পড়তে পারেন।

গোটা দিন ভালো ভাবে কাটাতে চান সকলেই। পরিকল্পনা মাফিক সকল কাজ ভালো ভাবে সম্পন্ন করতে চান। দিনের শুরুতেই সকলে পরিকল্পনা ছকে ফেলেন। সেই পরিকল্পনা মাফিক কাজ সম্পন্ন না হলে গোটা দিন মন খারাপ থাকে। পরিকল্পনা মাফিক কাজ না হলে দেখা দেয় সমস্যা। সে কারণে দিন কেমন কাটবে তা জানতে প্রায় সকলেই চোখ রাখেন জ্যোতিষ গণনার ওপর। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে ভাবনা চিন্তা করুন। তা না হলে বিপদে পড়তে পারেন।

কন্যা রাশি-

২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের রাশি কন্যা। রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই সকল রাশির জন্য আজকের দিনটি কঠিন। আজ নিজের দায়িত্ব উপেক্ষা করবেন না। বিপদে পড়তে পারেন। আপনার কথায় আজ লোকে আঘাত পেতে পারে। সতর্ক থাকুন। আপনার ভুল মন্তব্যের কারণে আপনার প্রতি মনের পরিবর্তন হবে। এতে আপনার বিপদ। এই সময় কারও মনে আঘাত দেবেন না।

বৃশ্চিক রাশি-

২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে আপনার জন্ম হলে আপনার রাশি বৃশ্চিক। রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। শাস্ত্র মতে, এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কঠিন। আজ আপনি যে কোনও কাজে সৃজনশীল বোধ করলেও সর্বক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আজ কারও সঙ্গে তর্কে জড়াবেন না। এতে বিপদে পড়তে পারেন। আজ যে কোনও কাজে চ্যালেঞ্জ অনুভূত হতে পারে। দিনটি আপনার জন্য কঠিন হতে পারে।

কুম্ভ রাশি-

২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে আপনার জন্ম হলে আপনার রাশি কুম্ভ। রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। আজ গ্রহের অবস্থানের কারণে আপনার রাশিতে খারাপ প্রভাব পড়তে চলেছে। আজকের দিনটি কঠিন হতে চলেছে এই রাশির জন্য। আজ মাথা গরম করলে বিপদে পড়তে পারেন। আজ বুদ্ধি করে কাজ করুন। তা না হলে সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার কথায় ও আচরণে যেন কেউ আঘাত না পায় সে দিকে খেয়াল রাখুন। তা না-হলে বিপদে পড়তে পারেন এই তারিখের জাতক জাতিকারা।

 

আরও পড়ুন- 

রইল প্রেমের রাশিফল, দেখে নিন কার জন্য দিনটি শুভ, কার সম্পর্কে দেখা দিতে পারে জটিলতা 

আজ যে কোনও ইচ্ছা পূরণ হবে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

শুক্রবারে এই রাশির হাতে হঠাৎ করেই প্রচুর টাকা আসতে পারে, দেখে নিন আজকের রাশিফল

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: জীবনে যারা কাছের মানুষ তাদের সম্মান করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: পারিবারিক অনুষ্ঠানের ফলে খরচ বাড়তে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল