সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫, ১৪, ২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, অন্যের ভুলের দিকে মন না দিয়ে নিজের কাজে মন দিন। গ্রহের অবস্থান অনুকূল থাকবে। বাচ্চার সমস্যা বুঝে সমাধান করুন। স্বামী-স্ত্রী মধ্যে রোম্যান্টিক সম্পর্ক বজায় থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যাতালিকায় নজর দিন। গ্যাসের সমস্য়া দেখা দিতে পারে।