
প্রতি মুহূর্তে গ্রহের অবস্থান পরিবর্তন হয়ে চলেছে। এর কারণে কারও ভালো সময় তো কারও খারাপ সময় শুরু হয়। শাস্ত্র মতে, বুধের রাশি পরিবর্তনে বিপরীত রাজযোগ গঠিত হবে। এই রাজযোগে সুখ, ধন-সম্পদ, সম্মান, প্রতিপত্তি বাড়বে এই চার রাশির। দেখে নিন তালিকায় কে কে আছেন। শীঘ্রই আর্থিক বৃদ্ধি হবে এই চার রাশির ছেলে মেয়েরা। ভালো সময় শুরু হবে এই চার রাশির।
মেষ রাশি
বিপরীত রাজযোগের গঠন মেষ রাশির জন্য উপকারী হবে। ভাগ্য খুলতে চলেছে এই রাশির। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। এই সময় অপ্রত্যাশিত ভাবে টাকা পেতে পারেন। ব্যবসায় ভালো অর্ডার পাবেন। অতীতে কোনও পরিকল্পনা সফল হবে।
মিথুন রাশি
ব্যবসায় ভালো আয় হবে মিথুন রাশির। এই সময় বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। আর্থিক সুবিধা হতে পারে। আয় বাড়বে মিথুন রাশির। নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। তেমনই গাড়ি বা বাড়ি কিনতে পারেন। দামি জিনিস কেনার জন্য ভালো সময়।
কর্কট রাশি
আর্থিক দিক থেকে ভালো সময় কর্কট রাশির। এই সময় সকল পাওনা টাকা আদায় হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তেমনই বিলাসবহুল জিনিস কিনতে পারেন। লটারিতে অর্থলাভের সম্ভাবনা আছে বিস্তর। ভালো সময় শুরু হচ্ছে কর্কট রাশির।
মকর রাশি
বিনিয়োগের জন্য ভালো সময়। এই সময় ব্যবসায় লাভ হতে পারে। পদোন্নতি হতে পারে চাকরি ক্ষেত্রে। পদোন্নতির যোগ আছে মকর রাশির। কর্মক্ষেত্রে নতুন আয়ের সুযোগ পেতে পারেন। তেমনই পেতে পারেন নতুন দায়িত্ব। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির। সময় ভালো কাটবে এই রাশির জন্য। এই সময় যে কোনও নতুন সিদ্ধান্ত নিতে পারেন। সর্বক্ষেত্রে মিলবে সুফল। সময় কাটবে ভালো ভাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
Numerology: অত্যাধিক অহং ক্ষতি করতে পারে এই তারিখের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা