শ্রাবণ মাসে গণেশ ঠাকুরের আশীর্বাদ পেতে এই কাজগুলি করুন, রইল রাশিচক্র অনুযায়ী প্রতিকার

Published : Jul 18, 2023, 08:19 PM IST
ganesh idol

সংক্ষিপ্ত

শ্রাবণ মাসে প্রতি বুধবার গণেশ পুজো করুন। এই দিন গণেশ ঠাকুরকে সিঁদুরের তিলক পরান। তাঁর জন্য বিশেষ আরতি করতে পারেন। 

বুধবার গণেশ ঠাকুরের দিন বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বুধবারের গুরুত্ব আবার বেড়ে যায়। কারণ গণেশ শিব ঠাকুরের পরিবারের সদস্য। আর সেই কারণে এই সময় পুজো পেলে তিনি খুশি হয়ে ভক্তের ইচ্ছে পুরণ করেন বলে ধারনা রয়েছে হিন্দুশাস্ত্রে। শাস্ত্রমত শ্রাবণ মাসের বুধবার কয়েকটি কাজ করলে আর্থিক সমস্যা দূর হয় বলেও মনে করেন অনেকে।

শ্রাবণ মাসে প্রতি বুধবার গণেশ পুজো করুন। এই দিন গণেশ ঠাকুরকে সিঁদুরের তিলক পরান। তাঁর জন্য বিশেষ আরতি করতে পারেন। গণেশের মন্ত্র জপ করলে বিশেষ উপকার পাওয়া যায়। বুধবার গণেশ ঠাকুরকে ভোগ হিসেবে গুড় দিলে পরিবারের আর্থিক সমস্যা কেটে যায়। এই দিন লজ্জাবতী গাছের চারা রোপণ করলে গণেশ ঠাকুরের আশীর্বাদে ছেলেমেয়েদের রেজাল্ট ভাল হয়। শ্রাবণ মাসে গণেশ পুজোর জন্য অবশ্যই লাল ফুল ব্যবহার করবেন। গণেশ লাল ফুল পছন্দ করেন। কারণ গণেশ ঠাকুরকে জ্ঞাণের দেবতা হিসেবে পুজো ররা হয়।

রাশিচক্র অনুযায়ী প্রতিকার

১ মেষ রাশি- এই রাশির জাতক ও জাতিকারা বুধবার অবশ্যই বাধা মুক্ত হতে গণেশ ঠাকুরকে সিঁদুরের তিলক দিন।

২. বৃষ রাশি

এই জাতির জাতক ও জাতিকারা অবশ্যই শ্রাবণ মাসে গণেশের বিশেষ পুজো করতে পারেন। বুধবার আরতি অবশ্যই করবেন।

৩. মিথুন রাশি

এই রাশির মানুষরা বুধবার গণেশ পুজোর সময় অবশ্যই গণেশকে দূর্বা অর্পণ করবেন।

৪. কর্কট রাশি

এদের প্রতি বুধবার গণেশের সঙ্গে শিব পুজো করতে হবে। তাহলে আর্থিক সমস্যা দূর হবে।

৫. সিংহ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা বুধবার গণেশ পুজোর পরেই সূর্য ও নারায়ণের মন্ত্র পাঠ করতে পারেন। তাহলে কাজে বাধা দূর হবে।

৬. কন্যা রাশি

এই রাশির জাতক ও জাতিকারা শ্রাবণ মাসের বুধবার গণেশ ঠাকুরকে মোদক ভোগ হিসেবে দিন। গণেশ পুজোর পরে গরুকে ঘাস খাওয়াবেন। কাজে বাধা ও আর্থিক সংকট কেটে যাবে।

৭. তুলা রাশি

এই রাশির মানুষরা শ্রাবণ মাসের বুধবার গণেশ জিতে পায়ে তিলক লাগাবের। তারপরই তাঁর কপালে তিলক লাগাবেন।

৮. বৃশ্চিক রাশি

এই রাশির জাকতরা শ্রাবণ মাসের বুধবা গণেশ পুজো করে হনুমান পুজো করতে পারে। হনুমান মন্দিরে যেতে পারেন।

৯. ধনু রাশি

এই রাশির জাতক ও জাতিকারা বুধবার অবশ্যই দিনের একটা সময় গণেশ মন্ত্র পাঠ করবেন। আর্থিক সমস্যা দূর হবে।

১০. মকর রাশি

এই রাশির জাতকরা বুধবার গণেশ ঠাকুরকে ভোগ হিসেবে লাড্ডু দিন।

১১. কুম্ভ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা বুধবার গণেশ পুজোর পর শিব মন্ত্র জপ করুন। তাদে বাধা বিপত্তি দূর হবে।

১২. মীন রাশি

শ্রাবণ মাসের বুধবার সাদা গণেশ পুজো করতে হবে এই রাশির জাতক আর জাতিকাদের। দূর্বা ঘাস আর লাল ফুল ছাড়া আর কিছুই দেবেন না। তাহলে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Daily Horoscope: কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল