Astro Tips: আর্থিক উন্নতি ঘটাতে শুক্র গ্রহের পুজো করুন, জেনে নিন কোন উপায় ঘটবে উন্নতি

Published : Mar 24, 2023, 07:35 AM IST
Money Horoscope

সংক্ষিপ্ত

শুক্র হল সৌন্দর্য, ঐশ্বর্য, বৈভব, শিল্প, সঙ্গীতের প্রতীক। শাস্ত্র মতে, যাদের রাশিতে শুক্র প্রাধান্য পায় তাদের ব্যক্তিত্ব হয়ে ওঠে আকর্ষণীয়। তা যদি শুক্র গ্রহকে তুষ্ট করতে পারেন তাহলে মুক্তি মিলবে নানান সমস্যা থেকে।

আর্থিক জটিলতা দূর হোক তা সকলেরই কাম্য। তেমনই আর্থিক উন্নতি ঘটাতে চান সকলে। এবার অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করতে শুক্র গ্রহের পুজো করুন। শাস্ত্র মতে, শুক্র হল সৌন্দর্য, ঐশ্বর্য, বৈভব, শিল্প, সঙ্গীতের প্রতীক। শুক্র বৃষ ও তুলা রাশির অধিপতি। এটি মীন রাশিতে উন্নত ও কন্যা রাশিতে দুর্বল। শাস্ত্র মতে, যাদের রাশিতে শুক্র প্রাধান্য পায় তাদের ব্যক্তিত্ব হয়ে ওঠে আকর্ষণীয়। তা যদি শুক্র গ্রহকে তুষ্ট করতে পারেন তাহলে মুক্তি মিলবে নানান সমস্যা থেকে।

শাস্ত্র মতে, শুক্র শক্তিশালী হলে ব্যক্তির সম্পদ, ঐশ্বর্য বৃদ্ধি পায়। দেশীয় শিল্পের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং পেতে পারেন সাফল্য। তেমনই যদি কুষ্টিতে শুক্র অশুভ থাকে তাহলে জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। শুক্রের অশুভ প্রভাবে জাতকের জীবনে দেখা দিতে পারে দারিদ্রতা। তেমনই পার্থিব সুখ থেকে হতে পারে বঞ্চিত।

শুক্র গ্রহের শুভ ফল পেতে কিংবা শুক্র গ্রহের অবস্থার উন্নতিতে বিশেষ টোটকা পালন করতে পারেন। শাস্ত্র মতে, শুক্রের অবস্থান উন্নত করতে বাড়িতে যন্ত্র স্থাপন করে শুক্রের পুজো করুন।

প্রতি দিন শুক্রের বীজ মন্ত্র জল করুন।

প্রতি শুক্রবার উপবাস করুন। এতে শুক্র গ্রহ তুষ্ট হবে। উপবাস করে পুজো করুন শুক্র যন্ত্রের।

শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত দ্রব্য দান করুন প্রতি শুক্রবার। এতে মিলবে উপকার। দই, ক্ষীর, জোয়ার, সুগন্ধি, রঙিন কাপড়, রূপো ও চাল দান করুন।

শুক্রবার শ্রী সূক্ত পাঠ করুন। এতে মিলবে উপকার। মেনে চলুন এই সকল বিশেষ টোটকা।

শুক্রের শান্তির জন্য শুক্রবার করে মা লক্ষ্মীর উপাসনা করতে পারেন। দূর হবে আর্থিক জটিলতা।

শুক্রবার দিন মা জগদম্বার পুজো করা শুভ বলে গণ্য হয়। এতে জীবনের কঠিন সময় থেকে পেতে পারেন মুক্তি। মেনে চলুন এই সকল টোটকা

হিন্দু শাস্ত্রে রয়েছে নানান দেব-দেবীর উল্লেখ। সকল দেব দেবীর উপাসনার সময় ও রীতির উল্লেখ আছে। সেই অনুসারে পুজো করলে সকল সমস্যা থেকে মেলে মুক্তি। মেনে চলুন শাস্ত্র মত। জীবনের যে কোনও জটিল পরিস্থিতি থেকে মুক্তি পেতে শাস্ত্রে উল্লেখিত উপায় মেনে চলতে পারেন। তেমনই আর্থিক উন্নতি ঘটাতে শুক্র গ্রহের পুজো করুন, এই সকল বিশে। উপায় মেনে চললে ঘটবে উন্নতি।

 

আরও পড়ুন

২৪ মার্চ ৬ রাশির আজ হঠাৎ করেই মনের মত উপহার মিলতে পারে, দেখে নিন শুক্রবারের রাশিফল

চৈত্র নবরাত্রি পালন করার মাঝামাঝি সময়ে ঋতুস্রাব হয়ে গেলে কী করবেন? অবশ্যই জেনে নিন এই নিয়মগুলি

দেব গুরু বৃহস্পতি ২৮ মার্চ অস্ত যাবে, এই ৬ রাশির ভাগ্য জুটতে পারে মারাত্মক সমস্যা

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল