বিশ্বকাপ ফাইনালের ফলাফল- ফ্রান্স নাকি আর্জেন্টিনা? দেখে নিন কী বলছেন জ্যোতিষীরা

বিশ্বকাপ ফাইনালের মহারণে আজ নামছে ফ্রান্স ও আর্জেন্টিনা। রবিবার রাতের ম্যাচে হবে হাড্ডা হাড্ডি লড়াই। আজ মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা।

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। সারা বিশ্ব জুড়ে চলছে উন্মাদনা। বিশ্বকাপ ফাইনালের মহারণে আজ নামছে ফ্রান্স ও আর্জেন্টিনা। রবিবার রাতের ম্যাচে হবে হাড্ডা হাড্ডি লড়াই। রোমাঞ্চকর সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বর্তমান ফ্রান্স চ্যাম্পিয়নরা। এদিকে, ক্রোয়েশিয়কে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট নিজেদের সেরা পারফরম্যান্স করেছিল আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্ট জুড়ো তাদের পারফরমেন্স ছিল নজর কাড়া। আজ মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা।

এবার প্রথমবার আর্জেন্টিনা ও ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। উভয় দলই তাদের তৃতীয় বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে। ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জয় করেছিল। অন্য দিকে, আর্জেন্টিনা ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করেছিল। মারাদোনার ছোঁয়ায় কাপ গিয়েছিল আর্জেন্টিনার ঘরে। এখন প্রশ্ন কী হবে আজকে। কোন দেশ জয় করবে বিশ্ব কাপের ট্রফি। এই নিয়ে চলছে জোড় আলোচনা। বিশেষজ্ঞরা যেমন বারে বারে মতামত দিচ্ছেন, তেমনই ভবিষ্যত গণনা করছেন জ্যোতিষীরা। তবে, একজন ব্যক্তির মতামত নজর কেড়েছে সকলের।

Latest Videos

কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এক বিশেষ ব্যক্তি। জর্জিও আরমাস একজন নাম করা জ্যোতিষী। তাঁর ভবিষ্যদ্বাণী বারে বারে সত্য প্রমাণিত হয়েছে, এমন দাবি অনেকের। তিনি নিজেকে বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনার জাতীয় দলের রক্ষক হিসেবে ঘোষণা করেছেন। কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনাল নিয়ে তিনি বলেছেন, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। তিনি টুর্নামেন্টের আগেই বলেছিলেন, আর্জেন্টিনা ফাইনালে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলবে ও জয়লাভ করবে। এখন দেখার এই ভবিষ্যদ্বাণী আদৌ সত্যি হয় কি না।

১৯৭৮ ও ১৯৮৬ সালে জয়ের পর ৩৬ বছর কেটে গিয়েছে। এখন কাপ ঘরে আসেনি আর্জেন্টিনার। প্রতিবারই ব্যর্থতা নিয়ে ফিরে আসেন মেসি। ২০১৪ সালের পর ২০২২ সালে আবারও একবার কাপ ঘরে আনার সুযোগ পেয়েছেন তারা। তবে, প্রতিপক্ষ ফ্রান্সও তেমন দুর্বল নন। ১৯৯৮ ও ২০১৮ সালে কাপ জয় করেছিল তারা। ২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপের মাঠে নেমেই নিজের জায়গা তৈরি করেছিল এমবাপে। এবার শুরু থেকেই তিনি ফর্মে। রবিরার কাতারের লুসাইল স্টেডিয়ামে এক ইতিহাস তৈরি হতে চলেছে। আজ হবে হাড্ডা হাড্ডি লড়াই। দেখা যাক, এ বছর কাপ কার ঘরে যায়। কোন দেশের ভাগ্য ফেরে। কার মুকুটে উঠবে জয়ের পালক। 

 

আরও পড়ুন-

'সবাই তোমার দিকে তাকিয়ে আছে বাবা', বিশ্বকাপের ফাইনালের আগে 'বাবা'র জন্য বিশেষ চিঠি থিয়াগো মেসির

'আমরাই চ্যাম্পিয়ন হচ্ছি', কাতারজুড়ে নীল-সাদা ঢেউ, বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা সমর্থকদের ভিড় দোহায়

মেসির 'ওয়ান লাস্ট ডান্স', শেষ ম্যাচে ছ'টি রেকর্ড গড়ার সুযোগ লিওর কাছে

 

Share this article
click me!

Latest Videos

সামান্য ডিম 'চুরি' সন্দেহে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি! | Shantipur News Today | Bangla News
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
Konnagar-এ অবৈধ জলের কারবার ফাঁস! হাতেনাতে পাকড়াও অবৈধ ব্যবসায়ীদের, দেখুন | Hooghly News Today
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP