জেনে নিন কখন পড়ছে রাস পূর্ণিমার তিথি, রইল এই বিশেষ উৎসবের মাহাত্ম্য

তিথি অনুসারে, রাস পূর্ণিমা পড়েছে, ৭ নভেম্বর সোমবার। তিথি শুরু হচ্ছে বিকেল ৪টে ১৫ মিনিটে। তিথি শেষ হবে ৮ নভেম্বর ৪টে ৩১ মিনিটে। এই তিথিতে শ্রী কৃষ্ণের আরাধনা করে থাকেন সকলে।

বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। প্রতি বিশেষ বিশেষ তিথিতে পুজিত হন একাধিক দেব-দেবী। সকল দেবতার জন্য আলাদা আলাদা তিথির উল্লেখ আছে শাস্ত্রে। সেই অনুসারে আজ পালিত হচ্ছে রাস পূর্ণিমা। হিন্দুদের উৎসবের মধ্যে এক বড় উৎসব হল রাস পূর্ণিমা। তিথি অনুসারে, রাস পূর্ণিমা পড়েছে, ৭ নভেম্বর সোমবার। তিথি শুরু হচ্ছে বিকেল ৪টে ১৫ মিনিটে। তিথি শেষ হবে ৮ নভেম্বর ৪টে ৩১ মিনিটে। এই তিথিতে শ্রী কৃষ্ণের আরাধনা করে থাকেন সকলে।

শাস্ত্র মতে, এটি বৈষ্ণবীর ভাবধারার এক বিশেষ উৎসব। পশ্চিমবঙ্গে নদিয়া তেমনই ওড়িশা, আসাম, মণিপুর, উত্তরপ্রদেশে বিশেষ ভাবে পালিত হয় এই উৎসব। কথিত আছে, বস্ত্রহরণের দিন কৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঢা করেছিলেন পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি তাদের সঙ্গে রাসলীলা করবেন। কৃষ্ণের বাঁশি শুনে গোপিনীরা নিজের কর্তব্য বিসর্জন দিয়ে সংসারের মোহ ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়। শ্রী কৃষ্ণ তাদের ফিরে যেতে বলেন। কিন্তু তারা কেউ বাড়ি ফিরতে চাননি। ভক্তিতে তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সকল গোপিনীদের ইচ্ছা পূরণ করনে। এভাবেই রাস উৎসব শুরু হয়। প্রতি বছর এই শুভ তিথিতে পালিত হয় রাস পূর্ণিমা। এই উৎসবের রয়েছে বিশেষ মাহাত্ম্য।

Latest Videos

কথিত আছে, রস থেকেই রাস শব্দের সূচনা হয়েছে। রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বিশেষ উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করে থাকেন। কথিত আছে, ১৬ শতকের দিকে এই উৎসব নবদ্বীপে প্রথম পালিত হয়। যদিও চৈতন্যদেবের পরবর্তী সময়ে নবদ্বীপে বৈষ্ণবীয় ধারার চক্র রাস পালন হত। এই উৎসবের আনন্দ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। তারপর শাক্ত রাস উৎসব পালন শুরু হয়।

সে যাই হোক, সাড়ম্বরে আজ পালিত হচ্ছে রাস পূর্ণিমা। চলছে উৎসবের মরশুম। দুর্গোৎসবের সময় থেকে শুরু হয় উৎসব। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালীপুজো অনুষ্ঠিত হয়। তারপর চলতে থাকে দিওয়ালী, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোর মতো একে একে উৎসব। এবার পালিত হচ্ছে রাস পূর্ণিমা। আজ পড়ছে এই শুভ তিথি। আজ তিথি শুরু হচ্ছে বিকেল ৪টে ১৫ মিনিটে। তিথি শেষ হবে ৮ নভেম্বর ৪টে ৩১ মিনিটে। এই তিথিতে শ্রী কৃষ্ণের আরাধনা করে থাকেন সকলে। এই সময় নিষ্ঠার সঙ্গে শ্রী কৃষ্ণের আরাধনা করুন। সঠিক উপায় তাঁর আরাধনা করলে মিলবে কৃপা।

 

আরও পড়ুন- এই চার রাশির প্রেমের ক্ষেত্রে সপ্তাহটি অত্যন্ত শুভ, ঘটবে শুভ পরিবর্তন, রইল তালিকা 

আরও পড়ুন- আজকের দিনটি এই তিন রাশির জন্য কঠিন হতে চলেছে, দেখে নিন তালিকায় আপনি আছেন কি না 

আরও পড়ুন- বন্ধুর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে এই তারিখের জাতক জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

Share this article
click me!

Latest Videos

'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন