সংক্ষিপ্ত
আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। শাস্ত্র মতে, এই তিন রাশির জাতক জাতিকা আজ নানান বাধার সম্মুখীন হতে পারেন। দেখে নিন তালিকায় কে কে আছেন। আজ কোন কোন রাশির সতর্ক থাকার দিন।
বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে প্রতি রাশির জীবন শুরু হয় ভালো সময়। কারও বা সময় খারাপ চলে। এই গণনার ভিত্তিতে আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। শাস্ত্র মতে, এই তিন রাশির জাতক জাতিকা আজ নানান বাধার সম্মুখীন হতে পারেন। দেখে নিন তালিকায় কে কে আছেন। আজ কোন কোন রাশির সতর্ক থাকার দিন। রইল জ্যোতিষ মত। দেখে নিন আপনার দিন কেমন কাটবে।
মেষ রাশি- ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে যে সকল জাতক জাতিকার জন্ম তারা তাদের রাশি হল মেষ। আজ মেষ রাশির জাতক জাতিকারা সঙ্গীকে তেমন সময় দিতে ব্যর্থ হবেন। আপনি হয়তো আজ নতুন কোনও মানুষের সঙ্গে দেখা করতে চান, কিংবা নতুন কোনও কাজে হাত দেওয়ার পরিকল্পনা করেছেন, এই পরিকল্পনা আজ সফল নাও হতে পারে। শাস্ত্র মতে, আজকের দিনটি এই রাশির জন্য কঠিন হতে চলেছে। তাই সতর্কতার সঙ্গে কোনও পদক্ষেপ নেওয়াই ভালো।
কন্যা রাশি- ২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে যে সকল জাতক জাতিকার জন্ম তারা তাদের রাশি হল কন্যা রাশি। আজ দেখা দিতে পারে নানান জটিলতা। শনি আজ শক্তিশালী থাকবে। আজ তর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। সর্ক থাকুন। ফেসবুকের কোনও মেম নিয়ে কাউকে নিন্দা করলে বিপদে পড়তে পারেন। প্রিয়জনের সঙ্গে লড়াই হতে পারে। এটি বড় জায়গায় যেতে পারে। শাস্ত্র মতে, আজকের দিনটি এই রাশির জন্য কঠিন হতে চলেছে।
মকর রাশি- ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি-র মধ্যে জন্ম হলে আপনার রাশি মকর রাশি। এই রাশি ছেলে মেয়েদের জন্য দিনটি কঠিন। আজ শনির প্রভাব রয়েছে। আজ নিজের মনের খারাপ ভাবনা প্রশ্রয় দেবেন না। আজ অন্য কারও অনুভূতির বিরোধিতা করবেন না। নতুন সম্পর্ক শুরু করার জন্য দিনটি অনুকূল নয়। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আজ বিরক্তিবোধ করতে পারেন। এমনকী, পরিবারের সদস্যের স্বাস্থ্যের যত্ন নিন। আজ সতর্কতার সঙ্গে কোনও পদক্ষেপ নিন। তা না হলে সমস্যা তৈরি হতে পারে। শাস্ত্র মতে, আজকের দিনটি এই রাশির জন্য কঠিন হতে চলেছে।
আরও পড়ুন- বন্ধুর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে এই তারিখের জাতক জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা
আরও পড়ুন- সোমবার এই কয়টি রাশির কর্মক্ষেত্রে দেখা দেবে শুভ পরিবর্তন, এক ঝলকে দেখে নিন আজকের রাশিফল
আরও পড়ুন- সম্পর্কের ক্ষেত্রে প্রায়শই এই কয়টি ভুল করে থাকেন ধনু রাশির মেয়েরা, দেখে নিন কী কী