অন্নপূর্ণা পুজো ঘিরে রয়েছে এক বিশেষ কাহিনি, সঙ্গে জেনে নিন পুজোর নির্ঘন্ট

প্রতিবছর চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে পালিত হয় অন্নপূর্ণা পুজো। সেই রীতি মেনে আজ অর্থাৎ ২৯ মার্চ পালিত হচ্ছে উৎসব।

বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। প্রতি মাসে কোনও না কোনও বিশেষ পুজো হয়ে থাকে। তিথি অনুসারে, চলতি মাসে রয়েছে একাধিক পুজো। কাল ছিল বাসন্তি পুজো। আজ অন্নপূর্ণ পুজো। তেমনই আগামীকাল পালিত হবে রাম নবমী।

প্রতিবছর চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে পালিত হয় অন্নপূর্ণা পুজো। সেই রীতি মেনে আজ অর্থাৎ ২৯ মার্চ পালিত হচ্ছে উৎসব। পঞ্জিকা অনুসারে, আজ অষ্টমী। আজই মায়ের আরাধনার দিন। শাস্ত্র মতে, দেবী অন্নপূর্ণা হলে মা দূর্গারই এক রূপ। দেবী এখানে দ্বিভূজা। এক হাতে কলস রয়েছে দেবীর। কথিত আছে দেবী অন্নপূর্ণার পুজো করলে সারা জীবন অন্ন-বস্ত্রের অভাব হয় না। চৈত্রের শুক্লপক্ষে দেবীর আরাধনা করা হয়।

Latest Videos

হিন্দু পুরাণ-সহ নানান প্রাচীন গ্রন্থে অন্নপূর্ণা পুজো সম্পর্কে নানান কাহিনি রয়েছে। দেবীর অপর নাম অন্নদা। তিনি শক্তির আরও এক রূপ। বাংলাতে অন্নপূর্ণা পুজোর প্রচলন ঘিরে রয়েছে নানান কাহিনি। বাংলায় অন্নপূর্ণ দেবীর পুজো সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ ভবানন্দ মজুমদার। দেবী অন্নদার কৃপাতে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি রাজা উপাধী লাভ করেছিলেন।

আজ বাঙালির ঘরে ঘরে পুজিত হচ্ছেন মা অন্নপূর্ণা। দ্বিভূজা দেবীর এক হাতে কলস, অন্য হাতে তিনি অন্নদান করছেন ভগবান শিবকে। জগতের অন্নকষ্ট দূর করেত স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার কাছে। তাঁর মস্তকে নবচন্দ্র, একপাশে ভূমি, অন্যপাশে শ্রী।

কথিত আছে, অন্নপূর্ণা পুজোয় দরিদ্র নারায়ণ সেবা করলে সমৃদ্ধি ঘটে। বাসন্তী পুজোর অষ্টমীর দিন দেবী অন্নপূর্ণার পুজো হয়। তিনি মা দুর্গা আরেক রূপ। আজ সারাদিন রয়েছে অষ্টমী। গোটা দিন ধরে পুজিত হবেন মা। আজ ভক্তিভরে মায়ের পুজো করুন। এতে মিলবে কৃপা।

তেমনই আজ পুজোর দিন দান করতে পরেন। নিজের ঘর থেকে চাল নিয়ে গরিবদের দান করুন। কিংবা অন্ন রেঁধে গরিবাদের খাওয়ালে মিলবে উপকার।

অন্নপূর্ণা পুজোয় পরিষ্কার পোশাক পরুন।

সুতির বস্ত্র পরে পুজো করুন আজ।

আজ মা দুর্গার সঙ্গে শিবের আরাধনা করুন। এতে মা তুষ্ট হবেন।

আজ আমিষ ভোজন করবেন না। সঙ্গে ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন।

আজ কারও সঙ্গে দুরব্যবহার করবেন না। এতে মা ক্রুদ্ধ হতে পারেন। মেনে চলুন এই বিশেষ টিপস। ভক্তিভরে মায়ের পুজো করে মিলবে কৃপা।

 

আরও পড়ুন

দিন কাটবে কঠিন ভাবে, নানা কারণে অনুশোচনা বোধ করে পারেন এই তিন রাশি

ব্যবসায় নতুন কাজের সাফল্য আসবে, এই দুই তারিখের জাতক-জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

এই দিনে ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, এই ৫ রাশি বড় সঙ্কটের মুখে পড়তে পারে

Share this article
click me!

Latest Videos

দায়ী কে? কেমন আছে ৩ প্রসূতি মাম্পি, মিনারা ও নাসরিন? দেখুন | Kolkata News | Saline Controversy
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
মুহূর্তেই ধসে গেল গোটা ফ্লাট! সামনে আসলো সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও, দেখুন | Baghajatin Latest News
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন