সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকাদের নেতৃত্বের গুণ আরও বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, পদোন্নতি বা নতুন কাজের সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকেও এই বছর লাভের সম্ভাবনা প্রবল।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকাদের এবার সৃজনশীল কাজে আগ্রহ বাডডবে। মিডিয়া হোক বা পড়াশোনায় হবে উন্নতি। এই সময় লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন। বহুদিন ধরে আটকে থাকা কাজে আসবে গতি।