সাদা রঙ মঙ্গল ও সত্যের প্রতীক মনে করা হয়। এমন পরিস্থিতিতে সাদা রংকে সত্যের প্রতীক মনে করা হয়।
রাত পোহালেই দোল উৎসব। আর আজ ন্যাড়া পোড়ানো। প্রতি বছর এই দিনটি জন্য সকলে অপেক্ষায় থাকেন। সাদা পোশাক পরে রঙের উৎসবে মেতে ওঠেন সকলে। কিন্তু, জানেন কি কেন দোল উৎসবে সাদা পোশাক পরা হয়? এর সঙ্গে জড়িত আছে এক পৌরাণিক কাহিনি।
সাদা রং হল মঙ্গল ও সত্যের প্রতীক। কথিত আছে, একসময় হিরণ্যকশিপু নামে এক দৈত্য রাজা ছিলেন। হিরণ্যকশিপুরের জ্যেষ্ঠ পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদের পিতা তাঁকে বারে বারে বারন করা সত্ত্বেও তিনি ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতেন। তখন হিরণ্যকশিপু পুত্রের এমন আচরণে ক্রোধিত হন। তার সন্তানকে হত্যার প্রচেষ্টা চালান। কখনও তিনি প্রহ্লাদকে বিষ খাওয়ান তো কখনও মত্ত হাতির পায়ের নীচে ফেলে দেন। কিন্তু, ভগবান বিষ্ণু বারে বারে তাঁকে রক্ষা করেন। একবার হিরণ্যকশিপু তার পুত্রকে হত্যা করার জন্য বিষধর সাপেদের সঙ্গে প্রহ্লাদকে কারারুদ্ধ করে রাখে। সবেতেই প্রহ্লাদ রক্ষা পায়। শেষ কোনও উপায় না পেয়ে বোন হোলিকাকে প্রহ্লাদকে হত্যার আদেশ দেন। হিরণ্যকশিপু এক বিশেষ মন্ত্রপূত শাল দেন হোলিকাকে। যা আগুন থেকে হোলিকাকে রক্ষা করবে। হিরণ্যকশিপু ভেবেছিলেন তাঁর বোন হোলিকা তাঁর ছেলে প্রহ্লাদকে নিয়ে আগুনে বসেন। প্রহ্লাদ পুরে গেলেও হোলিকা বেঁচে যাবে। এই উদ্দেশ্যে এক বিশাল অগ্নিকুন্ডে ভাইপোকে নিয়ে প্রবেশ করে হোলিকা। কিন্তু, ভগবান বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করে। তবে, হোলিকা আগুনে দগ্ধ হয়।
কথিত আছে, প্রহ্লাদ আগুনে প্রবেশ করলে অনেক জোরে হাওয়া চলতে থাকে। আর সেই মায়াবী শাল হোলিকার পরিবর্তে প্রহ্লাকে ঘিরে রাখে। হোলিকা মারা যায়। এভাবের চাদরটি প্রহ্লাদকে রক্ষা করে। সে কারণে অন্যান্য উৎসবের মতো হোলিকা দহন মন্দের ওপর ভালোর প্রতীক। কিংবা সত্যের প্রতীক। আর সাদা রঙটি মঙ্গল ও সত্যের প্রতীক মনে করা হয়। এমন পরিস্থিতিতে সাদা রংকে সত্যের প্রতীক মনে করা হয়।
আর দোলের আগের দিন ন্যাড়া পোড়ানো বা হোলিকা দহন অনুষ্ঠিত হয়। যা দোল বা রঙের উৎসবের সঙ্গে সম্পর্ক যুক্ত। অনেকের ধারণা এই কারণেই দোলের দিন সাদা রঙের পোশাক পরার রীতি আছে।
তেমন সাদা শান্তি ও ইতিবাচকতার প্রতীক। আর বসন্ত উৎসবে সকলে সকল দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠেন। সে কারণে এই দিন সাদা পোশাক পরে শান্ত ও আরামদায়ক মানসিকতার প্রকাশ করা হয়।
আরও পড়ুন
রঙ দিয়ে দোল খেলার প্রথা শুরু হয়েছিল কীভাবে, জেনে নিন এই রঙিন কাহিনি
ঝগড়া অশান্তি নয়, বরং সুন্দর ভাবে সম্পর্ক শেষ করতে চান এই চার রাশি, দেখে নিন তালিকা
আর্থিক সঙ্কটের আগে এমন লক্ষণ দেখা দিতে শুরু করে, আগে থেকেই সতর্ক হোন, জানায় চাণক্য নীতি