ঝগড়া অশান্তি নয়, বরং সুন্দর ভাবে সম্পর্ক শেষ করতে চান এই চার রাশি, দেখে নিন তালিকা

Published : Mar 06, 2023, 02:37 PM IST
Happy Breakup Day

সংক্ষিপ্ত

কেউ সম্পর্কে জড়ানোর পর জীবনের সব রকম আনন্দ পান তো কারও জীবন দুর্বিসহ হয়ে ওঠে। আজ রইল চার রাশির কথা। এরা ঝগড়া নয়, সুন্দর ভাবে সম্পর্ক শেষ করতে চান এই চার রাশি।

প্রেমের সম্পর্ক নিয়ে সকলের ধারণা ভিন্ন। প্রেমের সম্পর্ক সকলের সামান নয়। কারও জীবনে প্রেম হয় আনন্দের তো কারও দুঃখের। কেউ সম্পর্কে জড়ানোর পর জীবনের সব রকম আনন্দ পান তো কারও জীবন দুর্বিসহ হয়ে ওঠে। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা।দেখে নিন তালিকা। এরা ঝগড়া অশান্তি নয়, বরং সুন্দর ভাবে সম্পর্ক শেষ করতে চান এই চার রাশি।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা ঘগড়া অশান্তি পছন্দ করে না। এরা শান্তিপূর্ণ ভাবে সমস্যা শেষ করতে চায়। কোনও ঝামেলায় যেতে চান না। অকারণ অশান্তি এদের পছন্দ নয়।

তুলা রাশি

রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা, সুন্দরভাবে সম্পর্ক শেষ করতে চান। মতের মিল না হলে, এরা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা আলোচনার মাধ্যমে বিবাদ মেটাতে চান। এরা প্রাক্তনদের বিবাদে ফেলতে চান না। এরা সব মানুষের মধ্যে ইতিবাচক জিনিস খুঁজতে চান। এরা অশান্তি নয়, বরং সুন্দর ভাবে সম্পর্ক শেষ করতে চান।

মকর রাশি

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এরা আবেগ প্রবণ স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা ব্রেকআপের পর সহজে নিজেকে সামলে নিয়ে থাকেন। এরা অশান্তি পছন্দ করেন না। অশান্তি করে সম্পর্কে থাকার চেয়ে বিচ্ছেদ এদের কাছে সেরা অপশন। এই রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন এরা। অশান্তির থেকে শান্তি পূর্ণ ভাবে সম্পর্কে ইতি টানতে চান এরা।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। স্বভাব থেকে আচরণ, কথা বলার ধরন থেকে মনের ভাবনা- সর্বত্র রয়েছে বিস্তর তফাত। সে কারণে ভিন্ন এই চার রাশি। প্রেম নিয়ে এদের ভাবনা ভিন্ন। ঝগড়া অশান্তি নয়, বরং সুন্দর ভাবে সম্পর্ক শেষ করতে চান এই চার রাশির ছেলে মেয়েরা।

 

আরও পড়ুন

আর্থিক সঙ্কটের আগে এমন লক্ষণ দেখা দিতে শুরু করে, আগে থেকেই সতর্ক হোন, জানায় চাণক্য নীতি

ঠিক ১০ দিন পরে খুলবে এই রাশিগুলির ভাগ্য, অর্থ সম্পদে ভরে উঠবে সিন্দুক

সোমবার এই রাশিগুলির প্রেমের জীবন রঙিন হতে চলেছে, জেনে নিন আপনার প্রেমের অবস্থা

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল