অফিস যাওয়ার পথে এই কয়টি জিনিস দেখলে বুঝবেন দিন কাটবে দারুন ভাবে, দেখে নিন কী কী

Published : Dec 07, 2022, 05:44 PM IST
Astrology

সংক্ষিপ্ত

অফিস যাওয়ার পথে এই কয়টি জিনিস দেখলে বুঝবেন দিন কাটবে দারুন ভাবে, দেখে নিন কী কী। শাস্ত্র মতে জেনে নিন, কীভাবে অফিসে দিন ভালো কাটানো সম্ভব।

অফিসে সারাদিনে সকলেরই কোনও না কোনও পরিকল্পনা থাকে। সেই অনুসারে, সারা দিনের পরিকল্পনা ছকে ফেলেন সকলে। কখন কী করবেন, কোন কাজে কতটা সময় ব্যয় করবেন- এই সবই অনেকে ছকে ফেলেন। সেই অনুসারে সব কাজ করতে চান। তবে, পরিকল্পনা মাফিক সব না হলে মনের ওপর এর খারাপ প্রভাব পড়ে। তেমনই দেখা দিতে শুরু করে নানান সমস্যা। অফিস সকলের জীবনেই একটা গুরুত্বপূর্ম ভূমিকা পালন করে। সে কারণে সকলেই চাল অফিসে যেন দিন ভালো কাটে। সেই অনুসারে, কঠিন পরিশ্রম করে সকলে। আজ রইল কয়টি জিনিসের কথা। অফিস যাওয়ার পথে এই কয়টি জিনিস দেখলে বুঝবেন দিন কাটবে দারুন ভাবে, দেখে নিন কী কী। শাস্ত্র মতে জেনে নিন, কীভাবে অফিসে দিন ভালো কাটানো সম্ভব।

সাধুদের দল- শাস্ত্র মতে, বাড়ি থেকে অফিস যাওয়ার পথে মন্দিরে হোক কিংবা অন্যত্র যদি সাধু দেখে থাকেন তাহলে বুঝতে হবে দিন কাটবে ভালো।

সাফাই কর্মী- বাড়ি থেকে অফিস যাওয়ার পথে সাফইকর্মী দেখাও শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে, এমন ব্যক্তি দেখলে বুঝতে হবে আজ আপনার সব কাজে আসবে সাফল্য।

সদ্য বিবাহি বধূ- বাড়ি থেকে অফিস যাওয়ার পথে যদি বর-কনে দেখেন বা সদ্য বিবাহিত বধূ দেখেন তাহলে বুঝতে হবে আপনার দিন আজ ভালো কাটবে। সব কাজে আসবে সাফল্য। সব কাজ হবে পরিকল্পনা মাফিক।

ঢোল- শাস্ত্র মতে, বাড়ি থেকে অফিস যাওয়ার পথে ঢোল দেখলেও বুঝবেন আপনার দিন কাটবে ভালো। আজ সব কাজে আসবে সাফল্য। কিংবা যদি ঢোলের শব্দ শুনতে পান তাহলে খুশি হন। এমন শব্দ শুভ বলে মনে করা হয়। এমনই ব্যখ্যা রয়েছে শাস্ত্রে।

কোন দিন কী কাজ করবেন, কর্মক্ষেত্রে কোন নতুন পদক্ষেপ নেবেন কি না। এমনই নানান পরিকল্পনা থাকে সকলের। এই সকল পরিকল্পনা অনুসারে দিন কাটুক তা সকলেই চান। কিন্তু সব সময় ভাগ্য সঙ্গে দেয় না। সে কারণে প্রচেষ্টা সত্ত্বেও অনেক সময় মেলেনা সাফল্য। আজ রইল এই সকল টোটকা। আপনি যদি অফিস যাওয়ার পথে এই কয়টি জিনিস দেখলে বুঝবেন দিন কাটবে দারুন ভাবে। সব কাজে আসবে সাফল্য। মিলবে সকল সমস্যা থেকে মুক্তি।

 

আরও পড়ুন-

স্বার্থপর স্বভাবের হন এরা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যান

নতুন বছরে এইভাবে নতুন ক্যালেন্ডার রাখুন, অগ্রগতিতে আসা বাধা দূর হবে

জন্মছকে এই যোগ থাকলে হাতে টাকা থাকে না, এরা দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করে, জেনে নিন এর প্রতিকার

 

PREV
click me!

Recommended Stories

তিন গ্রহের মহাজোট শক্তি! এক ঝটকায় বদলে যাবে ৬ রাশির ভাগ্য বদল, আসবে প্রচুর টাকা
দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা