Shani Transit: শনিকে জ্যোতিষ শাস্ত্রে ক্রুর গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়। শনি ন্যায়ের দেবতা। কর্ম অনুযায়ী তিনি ফল দিয়ে থাকেন। তবে কোনও কারণে তাঁর বক্র দৃষ্টি আপনার উপর পড়লে তার ফল ভীষণ ভয়ংকর হতে পারে। সে কারণেই শনিকে সকলে ভয় করেন।
Shani Transit: শনিকে জ্যোতিষ শাস্ত্রে ক্রুর গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়। শনি ন্যায়ের দেবতা। কর্ম অনুযায়ী তিনি ফল দিয়ে থাকেন। তবে কোনও কারণে তাঁর বক্র দৃষ্টি আপনার উপর পড়লে তার ফল ভীষণ ভয়ংকর হতে পারে। সে কারণেই শনিকে সকলে ভয় করেন। কুম্ভ রাশিতে সম্প্রতি উদিত হয়েছেন শনিদেব। এর ফলে সমস্ত রাশিচক্রে প্রভাব পড়বে। তবে ৪টি রাশির জাতকের জন্য শনির এই ট্রানজিট সুখকর হতে চলেছে। হঠাৎ বড় অঙ্কের টাকা তাদের হাতে আসতে পারে। দেখে নিন কোন কোন রাশি রয়েছে তালিকায়।
তুলা
এই রাশির জাতকদের জন্য শনির ট্রানজিট অনুকূল প্রমাণিত হবে। সুখ-সাধনের অধিপতি হিসেবে পঞ্চম স্থানে বিরাজ করছে শনি। এ সময়ে সম্পত্তি লাভ ও গাড়ি ক্রয় করতে পারেন। পাশাপাশি আকস্মিক ধন লাভের সম্ভাবনাও রয়েছে। চিকিৎসা, গবেষণা বা বৈজ্ঞানিক ক্ষেত্রে কর্মরত জাতকদের জন্য সময় খুব ভালো যাবে। সমাজে মান-সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে।
মিথুন
শনির ট্রানজিট মিথুন রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ী প্রমাণিত হবে। এক দিকে এই রাশির অধিপতি বুধের সঙ্গে শনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অন্য দিকে আপনার কোষ্ঠীর ভাগ্য স্থানে শনি অবস্থান করছেন। এই স্থানে এসে শনি শক্তিশালী হন। এ সময়ে আপনাদের ভাগ্য সপ্তমে থাকবে। সমস্ত ইচ্ছা পূরণ হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন। মিথুন রাশির ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারবেন।
বৃষ
এই রাশির অধিপতি শুক্র ও শনির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর প্রভাবে বৃষ রাশির জাতকদের সমস্ত কাজ সম্পন্ন ও সফল হবে। শনি আপনাকে আকস্মিক ধন লাভ করাতে পারেন। আপনাদের আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে এই সময়ে। চাকরিজীবী জাতকরা চাকরির নতুন সুযোগ পাবেন। এই জাতকদের ভাগ্যোদয় নিশ্চিত।
মেষ
শনিদেবের এই ট্রানজিট মেষ রাশির জাতকদের জন্য শুভ সময়ের সূচনা করেছেন। শনি আপনার কোষ্ঠীর কর্ম স্থানের অধিপতি এবং এই সময় লাভের স্থানে অবস্থান করছেন। এ সময়ে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পছন্দমতো স্থানে বদলিও হতে পারেন। পুরনো লগ্নি থেকে ভালো লাভ পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাঁরাও কোনও সুখবর পেতে পারেন।