কঠিন দিন আসছে এই কয় রাশির জীবনে, শুরু হবে শনির সাড়ে সাতি, দেখে নিন কাদের জীবনে জটিলতা বাড়বে

Published : Aug 31, 2024, 06:10 PM ISTUpdated : Aug 31, 2024, 06:13 PM IST
shani dev 001

সংক্ষিপ্ত

২০২৫ সালে কুম্ভ ছেড়ে শনি দেবতা প্রবেশ করবেন বৃহস্পতির মীন রাশিতে। থাকবেন ২০২৭ সালের ২ জুন পর্যন্ত। শনির এই স্থানান্তরের সঙ্গে সঙ্গে কয়টি রাশির সাড়ে সাতি শেষ হবে আর কয়টি রাশের সাড়ে সাতি শুরু হবে।

শনি দেবতা রুষ্ট হলে কঠিন সময় নেমে আসে জাতক জাতিকার জীবনে। এ কথা সকলের জানা। শনি দেবতা প্রায় আড়াই বছর এক রাশিতে অবস্থান করেন। এখন তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। ২০২৫ সালে কুম্ভ ছেড়ে শনি দেবতা প্রবেশ করবেন বৃহস্পতির মীন রাশিতে। থাকবেন ২০২৭ সালের ২ জুন পর্যন্ত। শনির এই স্থানান্তরের সঙ্গে সঙ্গে কয়টি রাশির সাড়ে সাতি শেষ হবে আর কয়টি রাশের সাড়ে সাতি শুরু হবে। দেখে নিন কাজের জীবনে সমস্যা বাড়তে চলেছে।

মেষ রাশি

২০২৫ সালের মার্চে কুম্ভ ছেড়ে শনি দেবতা প্রবেশ করবেন বৃহস্পতির মীন রাশিতে। এর কারণে কঠিন সময় শুরু হবে মেষ রাশির। আয় কমতে পারে। ক্ষতির সম্মুখীন হতে পারেন। তেমনই হঠাৎ করে খরচ বাড়তে পারে। তেমনই কর্মজীবনেও কিছু সমস্যা তৈরি হবে।

কর্কট রাশি

কঠিন সময় শুরু হবে কর্কট রাশিরও। কর্মক্ষেত্রে চাপের সম্মুখীন হতে পারেন। শনির জন্য জীবনে বহু চ্যালেঞ্জ আসতে পারে। সঙ্গীর সঙ্গে মতভেদ বাড়বে। তেমনই সবকর্মীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা আছে বিস্তর।

কুম্ভ রাশি

শনির গমনের ফলে কুম্ভ রাশির জীবনে আসতে চলেছে কঠিন সময়। সাবধান হন। এই সময় শনির অশুভ দৃষ্টি আপনার সব কাজে বাধা সৃষ্টি করতে পারে। তেমনই এই সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন। এই সময় কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে, যে সকল ব্যক্তিরা সৎ থাকেন তাদের জীবনে তেমন সমস্যা দেখা দেয় না। তাই নিজের কর্মে ভরসা রাখুন।

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল