অর্থ সংক্রান্ত যে কোনও জটিলতা থেকে মিলবে মুক্তি, কৌশিকী অমাবস্যা তিথিতে করুন এই তিন কাজ

কৌশিকী অমাবস্যায় এই তিন কাজ করুন, পারিবারিক ঘটবে উন্নতি, তেমনই ঘটবে আর্থিক উন্নতি।

হিন্দু শাস্ত্রে একাধিক পুজোর-অর্চনার কথা উল্লেখ আছে। শাস্ত্রে দুর্গোৎসব, কালীপুজো-র মতো অনুষ্ঠান যেমন গুরুত্ব পায় তেমনই রয়েছে কৌশিকী অমাবস্যার উল্লেখ। শাস্ত্র মতে, এই দিন স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। সনাতন ধর্মে এমনই উল্লেখ আছে। এই সময় নেতিবাচক ও ইতিবাচক শক্তি সর্বোত্তম ফল দেয়। এবছর কৌশিকী অমবাস্যা পড়েছে সোমবার। ১৬ ভাদ্র অর্থাৎ ২ সেপ্টেম্বর হল কৌশিকী অমাবস্যা। দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন ভোর ৫টা ৫ মিনিট ৫১ সেকেন্ড। সোমবার সারা দিন ও রাত থাকার পর মঙ্গলবার ভোর ৬টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা আছে।

কৌশিকী অমাবস্যায় এই তিন কাজ করুন, পারিবারিক ঘটবে উন্নতি, তেমনই ঘটবে আর্থিক উন্নতি।

Latest Videos

সোমবার কৌশিকী অমাবস্যার পুজো। তন্ত্রসাধনা ও শক্তদের কাছে এই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে বিশেষ নিয়ম পালন করলে মিলবে উপকার। আর্থিক জটিলতা দূর হবে। তেমনই হবে অর্থ প্রাপ্তি।

এই তিথিতে ব্রক্ষ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে নিন। তেমনই দিনভর নিরামিষ আহার করুন।

বাড়িতে বা মন্দিরে মা কালীকে নিবেদন করুন লাল জবার মালা, লাল পদ্ম এবং রক্তকরবী ।

মা কালীর চরণে নিবেদন করুন লবঙ্গ, কর্পূর এবং তেজপাতা। লবঙ্গ যেন ভেঙে না যায়, দ্বিখণ্ডিত না হয়, সেদিকে খেয়াল রাখুন।

সন্ধ্যায় বাড়িঘর আলোকিত করুন। সদর দরজা ও তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করুন।

কর্পূর, তেজপাতা এবং লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে ধুনুচি বানান। এই ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন।

 

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের