শুক্রের গোচর, দুর্ভোগ নেমে আসবে এই তিন রাশির জীবন, আর্থিক ক্ষতি থেকে কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে

Published : Nov 08, 2024, 06:36 PM IST

শুক্রের গোচরের ফলে বৃষ, মিথুন এবং ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক জটিলতা, পারিবারিক অশান্তি, স্বাস্থ্যগত সমস্যা এবং কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

PREV
110

প্রতি মুহূর্তে বিভিন্ন গ্রহ-নক্ষত্র তাদের অবস্থান পরিবর্তন করে চলেছে। এর প্রভাব পড়ছে বিভিন্ন রাশির ওপর।

210

৭ নভেম্বর ২০২৪ ভোর ৩টে ৩৯ মিনিট গোচর হয়েছে শুক্র। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ধনু রাশিতে থাকবে শুক্র গ্রহ।

310

শুক্রের গোচর তিন রাশির জন্য কঠিন হতে চলেছে। শাস্ত্র মতে, শুক্রের গোচরের ফলে দুর্ভোগ নেমে আসবে তিন রাশির জীবনে। দেখে নিন কে কে আছেন তালিকায়।

410

বৃষ রাশি

শুক্রের গোচরের ফলে কঠিন দিন শুরু হবে বৃষ রাশির। আর্থিক জটিলতা দেখা দেবে। তেমনই এই সময় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-অশান্তি বৃদ্ধি পাবে। এই সময় কর্মক্ষেত্রেও জটিলতা দেখা দেবে।

510

মিথুন রাশি

কঠিন সময় শুরু হবে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে। এই সময় মানসিক চাপ বাড়তে পারে। তেমনই এই সময় পেটের সমস্যায় ভুগতে পারেন। এই সময় সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে।

610

ধনু রাশি

কঠিন দিন শুরু হচ্ছে ধনু রাশির জন্য। ২ ডিসেম্বর পর্যন্ত থাকুন সতর্ক। এই সময় বিভিন্ন ঝামেলার সম্মুখীন হবেন। তেমনই কর্মক্ষেত্রে উচ্চ পদস্ছ কর্মীর সঙ্গে বিবাদ হতে পারে।

710

শাস্ত্র মতে, কঠিন দিন শুরু হচ্ছে মিথুন, ধনু ও বৃষ রাশির। এই সময় সর্বক্ষেত্রে সতর্ক থাকুন। তা না হলে পড়তে পারেন বিপাকে।

810

বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে ১২টি রাশির। শাস্ত্র মতে, এই সকল রাশির জাতক জাতিকার ভাগ্যের ওপর প্রভাব ফেলে বিভিন্ন গ্রহ-নক্ষত্র।

910

এবার শুক্র ধনু রাশিতে গোচর হয়েছে। ৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর থাকবে ধনুতে। যার প্রভাব পড়বে তিন রাশির ওপর।

1010

তাই থাকুন সতর্ক। কিছুদিন সতর্ক থাকলে এই কয় বিপদ থেকে পেতে পারেন মুক্তি।

click me!

Recommended Stories