গল্পের বই পড়তে পছন্দ করেন এরা, ভালো গল্প পেলে কাল্পনিক জগতে হারিয়ে যান এই চার রাশি

রইল চার রাশির কথা। এরা বই পড়তে ভালোবাসেন সকলে। বইপোকা হন এরা। পছন্দের গল্পের বই পেলে অন্য জগতে হারিয়ে যান এরা। দেখে নিন তালিকা।

শাস্ত্র মতে, আমরা সকলে একে অপরের থেকে আলাদা। আমাদের সকলের মধ্যে রয়েছে বিস্তর তফাত। সে কারণে কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ বোকা তো কেউ চালাক। তেমনই সকলের প্রেম নিয়ে মানসিকতা ভিন্ন। সে কারণে সকলের থেকে আলাদা এই চার রাশি। আজ রইল চার রাশির কথা। এরা বই পড়তে ভালোবাসেন সকলে। বইপোকা হন এরা। পছন্দের গল্পের বই পেলে অন্য জগতে হারিয়ে যান এরা। দেখে নিন তালিকা।

মেষ রাশি

Latest Videos

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। পছন্দের উপন্যাস পেলে খুশি হন। এরা গল্পের বই পড়তে খুবই ভালোবাসেন। বইয়ের জগতে হারিয়ে যান এরা। এরা অল্প বয়স থেকেই বই পড়তে খুব পছন্দ করেন।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। বইয়ের প্রতি আলাদা টান থাকে এদের। এরা বইপোকা হন। এই রাশির ছেলে মেয়েরা বই পড়তে ভালোবাসেন। পছন্দের বই পেলে গল্পের জগতে হারিয়ে যান এরা।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। কাল্পনিক জগতে থাকতে ভালোবাসেন এরা। সব সময় গল্পের জগতে থাকতে চান এরা। এরা নানা রকম গল্পের বউ পড়েন। এরা গল্পের জগতে হারিয়ে যান এরা।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। বই পেলে আর কিছু চান না। গল্পের বই পড়তে ভালোবাসেন এরা। এই গল্পের বই পড়ে দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারেন। এই রাশির ছেলে মেয়েরা গল্পের জগতে হারিয়ে যান। এরা সকলের থেকে আলাদা হন। এই রাশির ছেলে মেয়েরা গল্পের জগতে হারিয়ে যান।

বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে ১২ রাশির। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। আর তার প্রভাব পড়ে ব্যক্তির ওপর। সে কারণে সকলের আচরণ থেকে স্বভাব এমনকী পছন্দ সবেতে রয়েছে তফাত। এই অনুসারে, ভিন্ন হন এই চার রাশি। এরা বই পড়তে পছন্দ করেন। পছন্দের বই পেলে দীর্ঘ সময় কাটাতে পারেন এরা। এরা গল্পের জগতে হারিয়ে যান। এদের কল্পনা শক্তি থাকে প্রবল। এরা ভিন্ন স্বভাবের হন। শাস্ত্র মতে, বইপোকা হন এরা, পছন্দের গল্প হলে এরা দীর্ঘ সময় কাটাতে পারেন।

 

আরও পড়ুন

অন্নপূর্ণা পুজো ঘিরে রয়েছে এক বিশেষ কাহিনি, সঙ্গে জেনে নিন পুজোর নির্ঘন্ট

অন্নপূর্ণা পুজোর তিথিতে এই কাজগুলি ভুলেও নয়, ভরা সংসার ফাঁকা হতে সময় লাগবে না

রাম নবমীতে তৈরি হওয়া বিরল যোগে এই ৩ রাশির ভাগ্য উজ্জ্বল হবে, রয়েছে আর্থিক উন্নতির যোগও

Share this article
click me!

Latest Videos

Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
‘হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য মন্ত্রীর বিরুদ্ধে’Suvendu Adhikari-র তীব্র গর্জন
Asianet News Bangla Live Stream
Mamata Banerjee-র ভুল সিদ্ধান্ত আলু চাষীদের শেষ করে দিয়েছে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন