ওয়ার্কআউট করতে পছন্দ করেন, আপনার সেরা জিম পার্টনার হতে পারেন এই চার রাশি

Published : Jan 29, 2023, 12:56 PM IST
gym

সংক্ষিপ্ত

রইল চার রাশির কথা। আপনার সেরা জিম পার্টনার হতে পারেন এই চার রাশির ছেলে মেয়েরা। এদের জিম বা ব্যায়ামের প্রতি থাকে বিস্তর আগ্রহ। দেখে নিন তালিকায় কে কে আছেন।

অনেকেই স্বাস্থ্য নিয়ে সচেতন। নিজের চেহারা ঠিক রাখার জন্য কঠিন এক্সারসাইজ করেন। তেমনই কেউ কেউ ডায়েট করেন। আবার কেউ জিম করেন। কেউ বাড়তি মেদ কমানোর জন্য জিম করেন তো কেউ চেহারা সুন্দর করতে। আজ রইল চার রাশির কথা। আপনার সেরা জিম পার্টনার হতে পারেন এই চার রাশির ছেলে মেয়েরা। এদের জিম বা ব্যায়ামের প্রতি থাকে বিস্তর আগ্রহ। দেখে নিন তালিকায় কে কে আছেন।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা ওয়ার্কআউট করতে পছন্দ করেন। এরা নিজের ফিটনেসের দিকে বিস্তর নজর রাখেন। এরা আকর্ষণীয় চেহারা পাওয়ার জন্য সব সময় পরিশ্রম করে চলেন।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এদের আত্মবিশ্বাস থাকে দৃঢ়। এরা সেরা জিম পার্টনার হতে পারেন। শরীর চর্চা নিয়ে আলোচনা করতে পছন্দ করেন এরা। এরা আকর্ষণীয় চেহারা পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করে থাকেন।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। বাকি দুই রাশির মতো এরা। এরাও সেরা জিম পার্টনার হতে পারেন। এরা ওয়ার্ক আউট করতে পছন্দ করেন। তেমনই অন্যকে ওয়ার্ক আউট করতে উৎসাহ দিয়ে থাকেন।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরাও ওয়ার্ক আউট করতে পছন্দ করেন। এই রাশির ছেলে মেয়েরা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। এরা রুটিন মেনে চলেন। এই রাশির ছেলে মেয়েরা সেরা জিম পার্টনার হতে পারেন। এরা শরীর চর্চা নিয়ে সব সময় চর্চা করেন। এরা ওয়ার্ক আউট করার দিকে বিশেষ নজর দিয়ে থাকেন।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন- এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে তফাত। কেউ শান্ত তো কেউ উদ্ধত। তেমনই কেউ বুদ্ধিমান তো কেউ নির্বুদ্ধি সম্পন্ন। আজ রইল চার রাশির কথা। এরা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। এরা সব সময় শরীর চর্চা করে থাকেন। সকলের থেকে আলাদা হন এরা। শরীরচর্চার বিষয় এদের বিস্তর জ্ঞান থাকে। এমনই উল্লেখ আছে শাস্ত্রে। সেই কারণে এরা এমন হন। 

 

আরও পড়ুন

৩০ জানুয়ারি এই রাশিগুলির আর্থিক বিনিয়োগের জন্য সেরা দিন, দেখে নিন আপনার সোমবারের রাশিফল

খাবার ভাগ করে খেতে পছন্দ করেন, এভাবে বন্ধুত্ব গড়ে তুলতে চান এই চার রাশির ছেলে মেয়েরা

রবিবার এই কাজগুলি করা উচিত নয়, নয়তো একজন ব্যক্তির প্রতিটি কাজে বাধা আসে

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: খুব খারাপ সময়েও সঙ্গীর থেকে মানসিক সমর্থন পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল