ওয়ার্কআউট করতে পছন্দ করেন, আপনার সেরা জিম পার্টনার হতে পারেন এই চার রাশি

রইল চার রাশির কথা। আপনার সেরা জিম পার্টনার হতে পারেন এই চার রাশির ছেলে মেয়েরা। এদের জিম বা ব্যায়ামের প্রতি থাকে বিস্তর আগ্রহ। দেখে নিন তালিকায় কে কে আছেন।

অনেকেই স্বাস্থ্য নিয়ে সচেতন। নিজের চেহারা ঠিক রাখার জন্য কঠিন এক্সারসাইজ করেন। তেমনই কেউ কেউ ডায়েট করেন। আবার কেউ জিম করেন। কেউ বাড়তি মেদ কমানোর জন্য জিম করেন তো কেউ চেহারা সুন্দর করতে। আজ রইল চার রাশির কথা। আপনার সেরা জিম পার্টনার হতে পারেন এই চার রাশির ছেলে মেয়েরা। এদের জিম বা ব্যায়ামের প্রতি থাকে বিস্তর আগ্রহ। দেখে নিন তালিকায় কে কে আছেন।

মেষ রাশি

Latest Videos

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা ওয়ার্কআউট করতে পছন্দ করেন। এরা নিজের ফিটনেসের দিকে বিস্তর নজর রাখেন। এরা আকর্ষণীয় চেহারা পাওয়ার জন্য সব সময় পরিশ্রম করে চলেন।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এদের আত্মবিশ্বাস থাকে দৃঢ়। এরা সেরা জিম পার্টনার হতে পারেন। শরীর চর্চা নিয়ে আলোচনা করতে পছন্দ করেন এরা। এরা আকর্ষণীয় চেহারা পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করে থাকেন।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। বাকি দুই রাশির মতো এরা। এরাও সেরা জিম পার্টনার হতে পারেন। এরা ওয়ার্ক আউট করতে পছন্দ করেন। তেমনই অন্যকে ওয়ার্ক আউট করতে উৎসাহ দিয়ে থাকেন।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরাও ওয়ার্ক আউট করতে পছন্দ করেন। এই রাশির ছেলে মেয়েরা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। এরা রুটিন মেনে চলেন। এই রাশির ছেলে মেয়েরা সেরা জিম পার্টনার হতে পারেন। এরা শরীর চর্চা নিয়ে সব সময় চর্চা করেন। এরা ওয়ার্ক আউট করার দিকে বিশেষ নজর দিয়ে থাকেন।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন- এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে তফাত। কেউ শান্ত তো কেউ উদ্ধত। তেমনই কেউ বুদ্ধিমান তো কেউ নির্বুদ্ধি সম্পন্ন। আজ রইল চার রাশির কথা। এরা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। এরা সব সময় শরীর চর্চা করে থাকেন। সকলের থেকে আলাদা হন এরা। শরীরচর্চার বিষয় এদের বিস্তর জ্ঞান থাকে। এমনই উল্লেখ আছে শাস্ত্রে। সেই কারণে এরা এমন হন। 

 

আরও পড়ুন

৩০ জানুয়ারি এই রাশিগুলির আর্থিক বিনিয়োগের জন্য সেরা দিন, দেখে নিন আপনার সোমবারের রাশিফল

খাবার ভাগ করে খেতে পছন্দ করেন, এভাবে বন্ধুত্ব গড়ে তুলতে চান এই চার রাশির ছেলে মেয়েরা

রবিবার এই কাজগুলি করা উচিত নয়, নয়তো একজন ব্যক্তির প্রতিটি কাজে বাধা আসে

Share this article
click me!

Latest Videos

অস্ত্রোপচারের পর কেমন আছে সইফ? | Saif Ali Khan Injured | #shorts | #saifalikhan | #bollywood |
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
সইফ-এর বাড়িতে ফরেন্সিক টিম | Bollywood Actor Attack | Saif Ali Khan | #shorts #saifalikhan
LIVE: Saif Ali Khan-এর উপর আকস্মিক হামলা! কেমন আছেন অভিনেতা? দেখুন সরাসরি