কথায় কথায় রেগে যান, নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ নেই এই চার রাশির

Published : Jan 13, 2023, 01:34 PM IST
astrology

সংক্ষিপ্ত

এই চার রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। এরা কথায় কথায় রেগে যান, নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ নেই এই চার রাশির ছেলে মেয়েরা।

কেউ ধৈর্যশীল, কেউ চঞ্চল। তেমনই কেউ শান্ত তো কেউ চঞ্চল। আমরা সকলেই সকলের থেকে আলাদা। সকলের ব্যবহারিক আচরণ থেকে শুরু করে কথাবার্তার ধরন সবেতেই রয়েছেই তারতম্য। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে ১২ রাশির। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। আর তার প্রভাব পড়ে ব্যক্তির ওপর। সে কারণে কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ পরোপকারী তো কেউ স্বার্থপর। কেউ উদার তো কেউ সংকীর্ণ মনের। তেমনই কেউ জ্ঞানের প্রচার করেন তো কেউ তা নিজের মধ্যে রাখতে চান। তেমনই কেউ বদমেজাজী তো কেউ শান্ত। দেখে নিন তালিকা। এই চার রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। এরা কথায় কথায় রেগে যান, নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ নেই এই চার রাশির ছেলে মেয়েরা। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েরা কে কে থাকেন।

বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। একগুঁয়ে স্বভাবের হন এরা। বৃষ রাশির ছেলে মেয়েরা কথায় কথায় রেগে যান, নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ নেই এদের। এদের এই স্বভাবের কারণে সকলে রেগে যান।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। স্বাধীন স্বভাবের হন এরা। তবে, এরা সহজে রেগে যান। এই রাশির ছেলে মেয়েরা কথায় কথায় রেগে যান। এরা সহজে বিরক্ত হয়ে যান। এই রাশির ছেলে মেয়েরা বজ মেজাজী হয়ে থাকেন।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এই রাশির ছেলে মেয়েরা সহজে রেগে যান। নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ নেই এদের। রাগের মাথায় নিজের ক্ষতি করে থাকেন এরা। এরা নিজের ওপর কোনও নিয়ন্ত্রণ রাখতে পারেন না। একগুঁয়ে স্বভাবের এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা হন।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা রেগে যান। আবেগপ্রবণ হন এরা। সহজে রেগে যান। নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ রাখেন না এরা। এই রাশির ছেলে মেয়েরা সারাক্ষণ মেজার হারান। চিনে রাখুন এই চার রাশির ছেলে মেয়েদের। সামলে চলুন এদের থেকে। 

 

আরও পড়ুন-

আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন কে কে রয়েছেন তালিকাতে

শারীরিক জটিলতায় ভুগতে পারেন এই তারিখের জাতক-জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

লোহরি উৎসব প্রসঙ্গে রইল কয়টি অজানা কথা, দেখে নিন কেন পালিত হয় এই বিশেষ উৎসব 

 

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: চারপাশের লোকেরা সঙ্গীকে ঠিকভাবে বুঝতে পারবে না ! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভের প্রবল সম্ভাবনা ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল