লোহরি উৎসব প্রসঙ্গে রইল কয়টি অজানা কথা, দেখে নিন কেন পালিত হয় এই বিশেষ উৎসব

মকর সংক্রান্তির আগের দিন পালিত হয় লোহরি উৎসব। গণনা অনুসারে এই বছর ১৪ তারিখ পালিত হবে উৎসব। এই উৎসব মূলত কৃষকরা পালন করেন। এই দিনটিকে শীত ঋতুর শেষ হিসেবে ধরা হয়।

রাত পোহালেই লোহরি উৎসব। হিন্দু শাস্ত্রে, উল্লেখিত এটি আরও একটি উল্লেখযোগ্য় উৎসব। মকর সংক্রান্তির আগের দিন পালিত হয় লোহরি উৎসব। গণনা অনুসারে এই বছর ১৪ তারিখ পালিত হবে উৎসব। এই উৎসব মূলত কৃষকরা পালন করেন। এই দিনটিকে শীত ঋতুর শেষ হিসেবে ধরা হয়। এই দিন ফসল কাটা ও বপন করা হয়ে থাকে।

লোহরি উৎসব ঘিরে রয়েছে এক অজানা কাহিনি। কথিত আছে, লোহরি হলিকার বোন। তাদের ভাই হিরণ্যকশিপু। সে ছিল একজন রাক্ষস। তিনি প্রহ্লাদকে যিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। তাঁকে আগুন দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ভগবান বিষ্ণু প্রহ্লাদকে আগুন থেকে রক্ষা করেছিলেন এবং পাপের জন্য হিরণ্যকশিপু ও হোলিকাকে শাস্তি দিয়েছিলেন। লোহরি অগ্নি ঈশ্বরের ক্রোধ থেকে কোনওভাবে রক্ষা পেয়েছিলেন। তাই লোহরির দিন তাঁকে স্মরণ করা হয়।

Latest Videos

এই লোহরি উৎসব শীতকালে রবি ফসলের উৎসব হিসেবে উদযাপিত হয়। এই দিন সকল কৃষকরা বীজ বপন করে থাকে। এই দিন গুড় দিয়ে মিষ্টি বানানোর রীতি প্রচলিত। বিশ্বাস করা হয় গুড় দিয়ে মিষ্টি বপন করলে এতে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। তেমনই এই দিন দুধ, তিল, গুড়, বাদামের মতো উপাদান কিংবা ফিরনি, খির খাওয়ার চল আছে। যা উৎসবের এক বিশেষ অংশ হিসেবে বিবেচ্য।

লোহরি উৎসব মূলত পঞ্জাব ও উত্তর ভারতে পালিত হয়। রবি শষ্য তোলা ও ফলস বপনের উৎসব এটি। এই উৎসবের মাধ্যমে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। লোহরির রাতকে বছরের দীর্ঘতম রাত মনে করা হয়। প্রচলিত ধারণা অনুসারে, আগুন জ্বালিয়ে লোহরিতে সূর্য দেবতার কাছে সুখ ও সমৃদ্ধির কামনা করা হয়। এই দিন আগুন জ্বলানো শুভ বলে মনে করা হয়।

মকর সংক্রান্তির আগের দিন পালিত হয় লোহরি উৎসব। এই উৎসব মূলত কৃষকরা পালন করেন। লোহরিকে শিখ সম্প্রদায়ের লোকদের জন্য নতুন আর্থিক বছরের শুরু হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয় লোহরি উৎসব। এই দিন বনফায়ারের আয়োজন করা হয়। এই দিন নাচ-গান ইত্যাদির মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাবে পালিত হয় এই উৎসব। উত্তর ভারতে আরও এক উল্লেখযোগ্য উৎসব হল লোহরি।

 

আরও পড়ুন-

শীতের সময় হার্ট সুস্থ রাখতে মেনে চলুন বিশেষ টিপস, জেনে নিন কী খাবেন কী নয়

লাভলাইফে এখনও সিঙ্গল রয়েছেন? মনখারাপ করবেন না! জানেন কতগুলো সুবিধা উপভোগ করছেন আপনি?

ঠান্ডা পড়তেই গরম জল ছাড়া চলতে পারছেন না, ঝুঁকি বাড়তে পারে হার্ট অ্যাটাকের

 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata