আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন কে কে রয়েছেন তালিকাতে

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

প্রত্যেকের গোটা দিন জুড়ে রয়েছে নানান পরিকল্পনা। কারও অফিসের কাজের পরিকল্পনা থাকে তো কারও পরিকল্পনা থাকে বাড়ির কোনও কাজের। সেই সকল পরিকল্পনা অনুসারে দিন না কাটলে বিপদ। আর যদি পরিকল্পনা মাফিক কাজ না হয়, তাহলে সব কাজ জমে যায়। এতে পরের দিকে দেখা দেয় সমস্যা। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান সঠিক না থাকলে কোনও কাজে সফল হওয়া কঠিন। এই গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির গোটা দিন কেমন কাটবে। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

মেষ রাশি- ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল মেষ। আজকের দিনটি কঠিন হতে চলেছে এই রাশির জন্য। আজ যে কোনও কাজ নিয়ে বিভ্রান্ত হতে পারেন। আজ কোনও কাজে সমস্যা দেখা দিতে পারে। নতুন কাজে হাত না দেওয়া ভালো। গোটা দিন থাকুন সতর্ক।

Latest Videos

বৃষ রাশি- ২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজ বৃষ রাশির জন্য কঠিন দিন। আজকের দিনটি সতর্ক থাকুন। গোটা দিন নানান বিপদ হতে পারে। আজকের দিনটি কঠিন হতে পারে এই রাশির জন্য। নানা কাজে আসবে বাধা। তেমনই কারও সঙ্গে আজ বিবাদ হতে পারে। দিনটি থাকুন সতর্ক। তা না হলে হতে পারে বিপদ।

সিংহ রাশি- ২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ রাশি। আজকের দিনটি সিংহ রাশির জন্য কঠিন হতে চলেছে। আজ ধৈর্য ধরুন। গোটা দিন থাকুন সতর্ক। সিংহ রাশি আজ নানান কাজে বাধা পেতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকা আজ থাকুন সতর্ক। আজ দেখা দিতে নানান বিপদ। দেখা দিতে পারে জটিলতা। কারও আচরণে আজ মন ভারাক্রান্ত হতে পারে।

 

 

আরও পড়ুন-

শারীরিক জটিলতায় ভুগতে পারেন এই তারিখের জাতক-জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

লোহরি উৎসব প্রসঙ্গে রইল কয়টি অজানা কথা, দেখে নিন কেন পালিত হয় এই বিশেষ উৎসব

লটারি বা ফাটকা আয়ে আজ লক্ষ্মীলাভ হতে পারে এই রাশিগুলির, দেখে নিন শুক্রবারের রাশিফল

 

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News