বিচ্ছেদের পর একা থাকতে চান, প্রাক্তনকে ভুলতে নিঃসঙ্গ জীবন বেছে নেন এই চার রাশি

আজ রইল চার রাশির কথা। বিচ্ছেদের পর একা থাকতে চান এরা। নিঃসঙ্গ জীবন এদের পছন্দ। পুরনো প্রেম ভুলতে সিঙ্গেল থাকাই সেরা অপশন এদের কাছে।

প্রেম নিয়ে সকলের জীবনে আলাদা কাহিনি। কারও প্রেমের কাহিনি আনন্দের তো কারও দুঃখের। পরিস্থিতির চাপে কারও দীর্ঘদিনের প্রেম ভেঙে যায় তো কারও অল্প দিনের প্রেম প্রায় পরিণতি। প্রেম নিয়ে সকলের অনুভূতিও ভিন্ন। প্রেম ভাঙার পর কেউ সহজে নিজেকে সামলে নিয়ে থাকেন। তো কেউ প্রেম ভাঙার পর নিজেকে সামলাতে দীর্ঘ সময় নেন। তেমনই প্রেম ভাঙার পর কেউ নতুন সম্পর্কে জড়াতে চান। তো কেউ চান একা থাকতে। আজ রইল চার রাশির কথা। বিচ্ছেদের পর একা থাকতে চান এরা। নিঃসঙ্গ জীবন এদের পছন্দ। পুরনো প্রেম ভুলতে সিঙ্গেল থাকাই সেরা অপশন এদের কাছে। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের।

বৃষ রাশি-

Latest Videos

এদের একগুঁয়ে স্বভাবে সকলে বিরক্ত হন। এই রাশির ছেলে মেয়েরা পুরনো প্রেমের ব্যথা সহজে ভুলতে পারেন না। রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা বিচ্ছেদের পর একা থাকতে চান। বিচ্ছেদের পর নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়াতে এদের আপত্তি।

কর্কট রাশি-

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। বিচ্ছেদের পর আর নতুন সম্পর্কে জড়াতে চান না এরা। এরা সহজে পুরনো প্রেম ভুলতে পারেন না। আর বিচ্ছেদের পর নতুন মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে এদের আপত্তি। এরা নতুন কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়াতে ভয় পান।

সিংহ রাশি-

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। বিচ্ছেদের পর একা থাকতে চান এরা। নিঃসঙ্গ জীবন এদের পছন্দ। পুরনো প্রেম ভুলতে সিঙ্গেল থাকাই সেরা অপশন এদের কাছে। এতে এরা সহজে পুরনো দুঃখ ভুলে যেতে পারেন। সহজে নিজের পুরনো জীবনে ফিরে যেতে পারেন।

বৃশ্চিক রাশি-

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। বিচ্ছেগদের পর প্রাক্তনতে ভুলতে চান সকলে। সকলে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পথ বেছে নিয়ে থাকেন। বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা চান একা থাকতে। প্রাক্তনকে ভুলতে নিঃসঙ্গ জীবন বেছে নেন এরা। বিচ্ছেদের পর নতুন মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে এদের আপত্তি। একেবারে ভিন্ন মানসিকতার হয়ে থাকেন এই চার রাশির ছেলে মেয়েরা। এরা একেবারে ভিন্ন স্বভাবের মানুষ হয়ে থাকেন। 

 

আরও পড়ুন-

বুধবারে এই রাশিগুলির ডেটে যাওয়ার দারুন সুযোগ মিলবে, জেনে নিন মেষ থেকে মীন রাশির আজকের লাভ লাইফ

বুধবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, বিবাদে জড়িয়ে পড়তে পারেন, থাকুন সতর্ক

এই মাসে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে, জেনে নিন পৌষ মাস কেমন কাটবে সিংহ রাশির

 

 

Share this article
click me!

Latest Videos

Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!