সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

নতুন বছরকে স্বাগত জানাতে আর মাত্র ৯ টা দিনের অপেক্ষা। বছরের শেষের সময়টা সকলেই নিজের মতো করে কাটাতে চান। কেউ ঘুরতে যান, কেউ পার্টির আনন্দে গা ভাসান। তো কেউ গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে চান। সেই অনুসারে, সকলেরই আলাদা আলাদা পরিকল্পনা থাকে। আজ রইল শাস্ত্রের ব্যখ্যা। সেই অনুসারে, আজ এই তিন রাশির আজ সতর্ক থাকার দিন। আজ দেখা দিতে পারে নানান জটিলতা। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন তালিকায় কে কে আছেন। আজ বুধবার দিনটি কঠিন হতে চলেছে তিন রাশির জন্য।

মেষ রাশি- ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কোনও ব্যক্তির জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল মেষ। এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি। আজ নানা কাজে বাধা আসতে পারে। আজ কোনও বিপদে পড়তে পারেন। অকারণ মন্তব্য করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আজ কোনও নতুন কাজে হাত দেবেন না। এতে বিপদে পড়তে পারেন। আজ রাগ নিয়ন্ত্রণ করুন। তা না হলে সমস্যা তৈরি হতে পারে।

কর্কট রাশি- ২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশির কর্কট রাশি। আজ গোটা দিন থাকুন সতর্ক। আজ কোনও কাজে হাত দিতে গিয়ে বিপদে পড়তে পারেন। আজকের দিনটি কঠিন হতে পারে এই রাশির জন্য। আজ কর্কট রাশির ওপর গ্রহের অবস্থার অনুকূল হতে পারে। হতাশা জনক কোনও খবর পেতে পারেন। আজ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই গোটা দিন সতর্ক থাকাই ভালো।

বৃশ্চিক রাশি- ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি বৃশ্চিক। এই রাশির জন্য আজকের দিনটি কঠিন হতে চলেছে। আজ নানান কাজে আসতে পারে বাধা। আজ কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ নতুন কাজে হাত না দেওয়াই ভালো। আজ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের দিনটি বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে। আজ কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আজ বুদ্ধি করে যে কোনও পরিস্থিতির সম্মুখীন হন। তা না হলে সমস্যায় পড়তে পারেন। আজ থাকুন সতর্ক।

 

আরও পড়ুন-

এই মাসে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে, জেনে নিন পৌষ মাস কেমন কাটবে সিংহ রাশি

সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি শুভ এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

বুধবারে এই রাশিগুলির ভাগ্য দারুন সঙ্গ দেবে, দেখে নিন আজকের রাশিফল