Holi Astro Tips: দোলের দিন পালন করুন আবীরের বিশেষ টোটকা, কেটে যাবে সকল দাম্পত্য অশান্তি

Published : Mar 06, 2023, 10:26 AM ISTUpdated : Mar 07, 2023, 10:42 AM IST
Holi 2022 You must know these ways to play Holi by saving eyes jds

সংক্ষিপ্ত

শাস্ত্রে এই দিনটির গুরুত্ব বিস্তর। পূর্ণিমা তিথিতে পালিত হয় উৎসব। এই দোলের দিন যেমন আনন্দ উপভোগ করবেন তেমনই দূর করুন জীবনের কোনও জটিলতা। দোলের দিন পালন করুন বিশেষ জ্যোতিষ টোটকা। দাম্পত্য অশান্তি দূর করলে পারলন করুন বিশেষ টোটকা। মিলবে উপকার।

রাত পোহালেই দোল উৎসব। আর কিছু সময় পরই শুরু হবে রঙের খেলা। বছরের এই একটা দিনের জন্য সকলে অধীর অপেক্ষায় থাকেন। এই দিন সব দুঃখ ও বিভেদ ভুলে একে অপরকে রঙ মাখান। এই উৎসব শুধু বাঙালিদের নয়। সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ পালন করে এই উৎসব। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও রাধা-কৃষ্ণের পুজো হয় এই দিন। তো কোথাও হোলিকা দহন উৎসবের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। শাস্ত্রে এই দিনটির গুরুত্ব বিস্তর। পূর্ণিমা তিথিতে পালিত হয় উৎসব। এই দোলের দিন যেমন আনন্দ উপভোগ করবেন তেমনই দূর করুন জীবনের কোনও জটিলতা। দোলের দিন পালন করুন বিশেষ জ্যোতিষ টোটকা। দাম্পত্য অশান্তি দূর করলে পারলন করুন বিশেষ টোটকা। মিলবে উপকার।

রাধা কৃষ্ণের পুজো করা হয় দোল উৎসবের দিন। এই দিন দাম্পত্য অশান্তি দূর করতে চাইলে ঘরে রাধা কৃষ্ণের ছবি লাগান। আপনার শোওয়ার ঘরে রাধা কৃষ্ণের ছবি লাগালে মিলবে উপকার। এতে দাম্পত্য কলহ দূর হবে। মেনে চলুন এই বিশেষ টিপস। এতে পরিবারেও আসবে সুখ। এতে মিলবে উপকার।

দোলের দিন স্বামী-স্ত্রী দুজন মিলে কালো রঙের কুকুরকে আবীর দিন। এতে দাম্পত্য কলহ দূর হবে। তেমনই কালো কুকুরকে খাওয়াতেও পারেন। এতে দাম্পত্য জীবনে সুখ আসবে।

দোলের দিন একসঙ্গে স্বামী-স্ত্রী রাধা কৃষ্ণের পায়ে আবীর নিবেদন করুন। এতে দাম্পত্য জীবনে সুখ আসবে। সকল সমস্যা দূর হবে। এই দিন সর্বত্র রাধা-কৃষ্ণের পুজো হয়। এই দোলের দিন স্বামী-স্ত্রী মিলে রাধা কৃষ্ণের পায়ে আবীর নিবেদন করুন।

দোলের দিন স্বামী-স্ত্রী দুজন মিলে গোরু পায়ে আবীর দিন। এতে দাম্পত্য কলহ দূর হবে। তেমনই গোরুকে খাওয়াতেও পারেন। এতে দাম্পত্য জীবনে সুখ আসবে। হিন্দু শাস্ত্র মতে, গোরুকে গো মাতা হিসেবে পুজো করা হয়। তাই দোলের শুভ তিথিতে গোরুর পায়ে আবীর দিলে মিলবে উপকার।

শাস্ত্রে দোলের দিনটি গুরুত্বপূর্ণ। এই দিন যে কোনও সমস্যা থেকে মুক্তির জন্য টোটকা পালন করতে পারেন। মনষ্কামনা পূরণের জন্য হোক কিংবা আর্থিক অনটন দূর করতে কিংবা দাম্পত্য জটিলতা থেকে মুক্তি পেতে টোটকা পালন করতে পারেন। তেমনই বাস্তুদোষ দূর করতে পালন করতে পারেন টোটকা। এতে সকল সমস্যা থেকে মিলবে মুক্তি।

 

আরও পড়ুন

অত্যধিক অযত্ন ও অলসতা ক্ষতি করবে এই তারিখের জাতক জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

বৃশ্চিক রাশির মার্চ মাসে ব্যবসায় আরও লাভের সম্ভাবনা রয়েছে, জেনে নিন কেমন কাটবে এই মাস

সোমবার ৬ রাশির অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল