কোনও রাখঢাক নেই, মনের দিক থেকে পরিষ্কার থাকেন এই চার রাশির জাতক জাতিকা

এই চার রাশি পুরোপুরি ভিন্ন। এরা কোনও কথা গোপন করতে পছন্দ করেন না। মনে যা এদের মুখেও তাই। লুকোচুরি একেবারে অপছন্দ এই চার রাশি।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। তালিকায় আছে মেষ থেকে মীন সকলে। এই ১২ রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের বিস্তর তফাত। আজ রইল চারটি রাশির কথা। এই চার রাশির কোনও রাখঢাক নেই, মনের দিক থেকে পরিষ্কার হয়ে থাকেন এরা। মনে যা মুখে তাই জানান এই চার রাশির ছেলে মেয়ে। আমরা অনেকেই কথা বলতে গিয়ে, অনেক কথা গোপন করি। বিশেষ করে কর্মক্ষেত্রে ও বন্ধুদের মাঝে। কিন্তু, এই চার রাশি পুরোপুরি ভিন্ন। এরা কোনও কথা গোপন করতে পছন্দ করেন না। মনে যা এদের মুখেও তাই। লুকোচুরি একেবারে অপছন্দ এই চার রাশি।

মকর রাশি

Latest Videos

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এরা আবেগপ্রবণ স্বভাবের হয়ে থাকেন। এরা স্পষ্টবক্তা। এরা সব সময় সঠিক নীতি মেনে চলতে চান। এদের এমন আচরণে অনেকে দুঃখ পেয়ে যান।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। যা মনে আসে তাই বলে দেন এরা। এতে অনেক সময় বিপদেও পড়তে হয়। কিন্তু, এরা কোনও বিষয় রাখঢাক করতে পছন্দ করেন না। এরা কারও অনুভূতি বিচার করে কথা বলার পক্ষপাতী নন। সকলের থেকে আলাদা হন এই রাশির ছেলে মেয়েরা।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরাও বাকি দুই রাশির মতো। এই রাশির ছেলে মেয়েরা বন্ধুদের সঙ্গে মন খুলে মেশেন। কোনও জটিলতায় যেতে চান না এরা। সে কারণে কোনও কথা আড়াল করতে পছন্দ করেন না এই তিন রাশি।

তুলা রাশি

রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরাও এমন স্বভাবের হয়ে থাকেন। এরা মনের কথা মনে রাখেন না। সব রাশির ছেলে মেয়েরা ভিন্ন মানসিকতার। এই চার রাশির ছেলে মেয়েরা নৈতিকতার মূল্য দিয়ে থাকেন। এরা যে কোনও পরিস্থিতি মূল্যায়ন করেন না। এরা মনে যা আসে তাই বলে দেন। সব পরিস্থিতি থেকে এরা মন পরিষ্কার রাখেন। শাস্ত্র মতে, কোনও রাখঢাক নেই, মনের দিক থেকে পরিষ্কার হয়ে থাকেন এই চার রাশি।

 

আরও পড়ুন-

মকর সংক্রান্তি হল সংকল্প-এর উৎসব, ঐতিহ্যবাহী এই উৎসবের সংযোগ মহাভারতের সঙ্গে

নিজের মনের কথা সহজে সঙ্গীকে বলতে পারেন না এরা, দেখে নিন তালিকায় কে কে আছেন

মকর সংক্রান্তির দিন কেন তিলের নাড়ু ও গুড় খাওয়া হয়, জেনে নিন এর বিশেষত্ব

 

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari