পড়ার ঘরে কয়টি পরিবর্তন বাচ্চার পড়ায় মনোসংযোগ বাড়াবে, জেনে নিন কী কী করবেন

পড়াশোনায় (Education) বাচ্চার মন বসাতে হিমশিম খেতে হয় মা-বাবাকে। যখন হাজার প্রচেষ্টা সত্ত্বেও তার পড়ায় মন বসাতে পারছেন না, তখন মেনে চলতে পারেন বাস্তু টোটকা (Vastu Tips)। বাচ্চার পড়ার ঘরে কয়টি পরিবর্তন আনুন। দেখবেন মুহূর্তে কাজ হবে। বাস্তু মেনে, বাচ্চার পড়ার ঘর সাজান। উপকার হবে।

বাচ্চার পড়ায় মন বসাতে কত কী করে থাকেন। সারাক্ষণ চোখে চোখে রাখা, স্কুলে কী পড়ালো খেয়াল রাখা, টিউশনের পড়া রাখাল রাখা, এত কিছু করেও সব সময় লাভ হবে এমন নয়। বাচ্চার পড়ায় মন বসাতে মেনে চলুন বাস্তু টোটকা। পড়াশোনায় (Education) বাচ্চার মন বসাতে হিমশিম খেতে হয় মা-বাবাকে। যখন হাজার প্রচেষ্টা সত্ত্বেও তার পড়ায় মন বসাতে পারছেন না, তখন মেনে চলতে পারেন বাস্তু টোটকা (Vastu Tips)। বাচ্চার পড়ার ঘরে কয়টি পরিবর্তন আনুন। দেখবেন মুহূর্তে কাজ হবে। বাস্তু মেনে, বাচ্চার পড়ার ঘর সাজান। উপকার হবে। 

বাচ্চার পড়ার ঘরে ক্রিম, হালকা বেগুনি, হালকা সবুজ, আকাশী, হলুদ, বাদামী রং করাতে পারেন। এই রংগুলো বাচ্চার মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। বাস্তু মতে, এই রঙগুলো (Color) বাচ্চার জন্য শুভ। এতে পড়ায় মনোযোগ বাড়বে। বাচ্চার উন্নতি করতে চাইলে সবার আগের ঘরের রঙ পরিবর্তন করুন।   

Latest Videos

পড়ায় মন বসাতে আরও একটি জিনিস অবশ্যই মেনে চলুন। যেমন, বাচ্চাকে পড়তে বসান পূর্ব দিকে (East) মুখ করে। শাস্ত্র মতে, পূর্ব দিকে পড়াশোনা করলে উন্নতি হয়। যে কারণে, চাকরিপ্রার্থীদেরও পূর্ব দিকে মুখ করে পড়াশোনার কথা উল্লেখ রয়েছে শাস্ত্রে। 

বাচ্চাকে কখনও খাটে বসে পড়ার অভ্যেস বদল করুন। চেয়ারে বসে পড়লে মনোসংযোগ বাড়ে। বাস্তু মতে, কাঠের টেবিলে বসে পড়াশোনা করলে উন্নতি ঘটবে। আর পড়ার টেবিলে স্তূপাকৃতি করে বই রাখবেন না। এতে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হয়। যা পড়াশোনায় খারাপ প্রভাব পড়ে। টেবিলের ওপর কমপিউটার থাকলে, তার তার সুন্দর ভাবে বেঁধে রাখুন। 

পড়ার টেবিলে ধুলো থাকলে কিংবা পড়া টেবিলে ধুলো থাকলে দেখা দিতে পারে বাস্তুদোষ। যা মনসংযোগের ব্যাঘাত ঘটায়। তাই বাচ্চার পড়ায় উন্নতি ঘটাতে বাধা দেয়। নিয়মিত বাচ্চার পড়ার টেবিল ও বইয়ের তাক পরিষ্কার করুন। তাহলে দূর হবে সকল বাস্তুদোষ।

অপ্রয়োজনীয় কাগজ পত্র জমিয়ে রাখবেন না। এতে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা উন্নতিতে বাধা দেয়। সঙ্গে বাচ্চার মনোসংযোগ ব্যাঘাত ঘটায়। তাই বাচ্চার বাচ্চার পড়ায় মন বসাতে মেনে চলুন বাস্তু টোটকা। বাচ্চার পড়ার ঘরে কয়টি পরিবর্তন আনুন। দেখবেন মুহূর্তে কাজ হবে। বাস্তু মেনে, বাচ্চার পড়ার ঘর সাজান। উপকার হবেন। 

আরও পড়ুন- ফুলের সুবাসে দূর হবে ঘরের সকল নেতিবাচক শক্তি, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ফুল গাছ

আরও পড়ুন- মিথুন রাশিকে ছেলে কিংবা মেয়ের সঙ্গে ডেট করছেন, এই টোটকায় প্রেম হবে গাঢ়

আরও পড়ুন- সাহসী ও বুদ্ধিমান হন মেষ রাশির জাতক-জাতিকার, রইল তাদের সঙ্গে সম্পর্কে একাধিক অজানা কথা
 

Share this article
click me!

Latest Videos

বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech