বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

বছরের দ্বিতীয় মাস জৈষ্ঠ্য। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস বৃষরাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Web Desk - ANB | Published : May 17, 2022 3:07 AM IST

গ্রেগরীয় বর্ষপঞ্জির জৈষ্ঠ্য মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে জৈষ্ঠ্য মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "জৈষ্ঠ্য" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে জৈষ্ঠ্য মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।

বৃষ রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এরা আত্মীয় সজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। ধর্মে প্রবল উৎসাহ থাকে। এদের ঈশ্বর ভক্তি প্রবল, প্রাচীন শক্তিতে বিশ্বাসী, আনন্দময় ও আত্মবিশ্বাসী হয়। এই রাশির জাতক বা জাতিকার জীবনে উন্নতির প্রধান অন্তরায় হল বিলাসিতা ও অমিতব্যয়িতা। এই রাশির ব্যক্তিরা সাধারণত সুন্দরের পূজারী ও শিল্পরসিক হয়ে থাকে। এদের জীবনে উত্থান পতন খুব কম। বিপরীত লিঙ্গের মন সহজে জয় করতে পারে ও একাধিক মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে। এই বিষয়ে সংযত হওয়া প্রয়োজন। এরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধির, দৃঢ় প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হয়ে থাকে। এরা মনে প্রাণে সর্বদা উচ্চ ভাব সম্পন্ন। নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়। এরা প্রায়ই উত্তরাধিকার সুত্রে আত্মীয় স্বজনের অর্থ বা সম্পত্তি পেয়ে থাকে। এদের স্মৃতিশক্তি প্রখর, তাই এরা সহজে কোনও কিছু ভোলে না। এরা খুব বন্ধু বত্সল ও স্নেহশীল মানুষ। তবে জেনে নেওয়া যাক জৈষ্ঠ্য মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

বৃষ রাশির উপর জৈষ্ঠ্য মাসের প্রভাব কেমন থাকবে -
জৈষ্ঠ্য মাস বৃষ রাশির পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। এই মাসে প্রেমের জীবন ভালোই থাকবে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। যারা ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। সারা মাসে অর্থাভাবে কাটতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। 
 

Share this article
click me!