Vastu Tips: বাস্তু দোষ দূর করবে সাদা ধাতু, বাস্তু মতে উন্নতি করুন সকলের স্বাস্থ্য

বাস্তু, শিল্প ও চিত্রকলা এই তিনটি ভাগ রয়েছে বাস্তু শাস্ত্রে। বাস্তু শাস্ত্র অনুসারে, অট্টালিকা বা বাড়ি (House) নির্মাণে নির্দিষ্ট জিনিস মাথায় রাখা প্রয়োজন। বাস্তু মতে বাড়ি নির্মাণ করলে কোনও বাস্তু দোষ (Vastu Dosh) তৈরি হবে না। বাস্তু শাস্ত্রে (Vastu Shastra) বাস্তুদোষ প্রতিকারের কথা উল্লেখ আছে। কয়টি ছোট ছোট টোটকার উল্লেখ আছে।  

বাস্তু (Vastu) শব্দের অর্থ হল ভূ অর্থাৎ পৃথিবী। এই পৃথিবীর বুকে সৃষ্টি হওয়া সমস্ত কিছুই বাস্তু। ইঞ্জিনিয়ারিং, নগর পরিকল্পনা, স্থাপত্যবিদ্যা, ভাস্কর্য ও চিত্রকলা সবই পড়ে বাস্তু বিদ্যার মধ্যে পড়ে। বাস্তু, শিল্প ও চিত্রকলা এই তিনটি ভাগ রয়েছে বাস্তু শাস্ত্রে। বাস্তু বলতে কারিগরি, নগর পরিকল্পনা, স্থাপত্য, প্রাসাদ ও অট্টালিকা নির্মাণকে বোঝায়। শিল্প বলতে মূর্তিবিদ্যা, মৃৎশিল্প, ভাস্কর্য আর চিত্রকলা হল অঙ্কন। 

বাস্তু শাস্ত্র অনুসারে, অট্টালিকা বা বাড়ি (House) নির্মাণে নির্দিষ্ট জিনিস মাথায় রাখা প্রয়োজন। বাস্তু মতে বাড়ি নির্মাণ করলে কোনও বাস্তু দোষ (Vastu Dosh) তৈরি হবে না। তবে, সব সময় মেনে চলা তা সম্ভব নয়। আগে থেকেই বাড়ি তৈরি হয়ে থাকলে কী করবেন, এ প্রশ্ন আসে সকলের মনে। এক্ষেত্রেও উপায় বর্ণিত আছে শাস্ত্রে। বাস্তু শাস্ত্রে (Vastu Shastra) বাস্তুদোষ প্রতিকারের কথা উল্লেখ আছে। কয়টি ছোট ছোট টোটকার উল্লেখ আছে।  

Latest Videos

শাস্ত্র মতে, সাদা (White) জিনিস উন্নতি ঘটাবে আপনার সংসারে। দূর করবে সকল অশান্তি। বাস্তু মতে, সাদা রঙের ধাতুর সাথে সম্পর্কিত কোনও বস্তু রাখুন ঘরের পশ্চিম কোণায়। বাড়িতে কোনও সাদা ধাতু থাকলেও তা রাখতে পারেন বাড়ির পশ্চিম দিকে। রাখতে পারেন উত্তর-পশ্চিম দিকেও। বাস্তু শাস্ত্র অনুসার, উত্তর-পশ্চিম দিক থেকে সম্পর্কিত হল সাদা রং। সাদা রঙের কোনও জিনিস বা ধাতু এই নির্দিষ্ট দিকে রাখতে সকলের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। সাদার বদলে সিলভার রঙের জিনিসও রাখতে পারেন। এতেও উন্নতি ঘটবে। 

আরও পড়ুন: Vastu tips 2022: নতুন বছরে এই শুভ জিনিসগুলি বাড়িতে রাখুন, সারা বছর সুখ এবং সমৃদ্ধির অভাব হবে না

আরও পড়ুন: Vastu Tips For Bathroom: বাস্তু মেনে সাজান স্নান ঘর, দূর হবে সকল বাধা

শাস্ত্র মতে, বাড়িতে বাস্তু দোষ থাকলে বাধা আসে সকল কাজে। কাজের উন্নতিতে বাধা, সকলের শারীরিক অসুস্থতা এমনকী পরিবারের লোকেদের মধ্যে অশান্তি লেগে থাকে বাস্তুদোষের জন্য। এক্ষেত্রে বাড়ির উত্তর-পশ্চিম দিকে রাখতে পারেন সাদা ধাতু বা সাদা ধাতুর তৈরি জিনিস। বাস্তু মতে, বাড়ির পশ্চিম দিক হল বরুণ দেবতার দিক। বাড়ির এই দিকে স্টোর রুম, সিঁড়ি বা জলের ট্যাঙ্ক রাখতে শুভ ফল পাবেন। অন্য দিকে, বাড়ির উত্তর দিক হল কুবের দেবতার দিক। এই দিকে সিন্দুক, টাকা রাখলে উপকার পাবেন। বাস্তু মতে, বাড়ির এই দুই দিক বিশেষ গুরুত্ব দিয়ে সাজানো উচিত। আর সব ক্ষেত্রে শুভ ফল পেতে অবশ্যই সাদা ধাতু বা সাদা বস্তু রাখুন উত্তর, পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিকে।  
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র