বাড়িতেই পান গঙ্গা স্নানের পূণ্য, শাস্ত্র মতে জেনে নিন নিয়ম

  • গঙ্গা হিন্দুদের কাছে পবিত্র নদী
  • গঙ্গার জন্ম কাহিনি নিয়ে মত বিরোধ রয়েছে
  • গঙ্গা নদীর মাতৃ স্বরূপ এক হিন্দু দেবী
  • হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গাস্নানের ফলে সমস্ত পাপ মুছে যায়

গঙ্গার জন্ম কাহিনি বিষয়ে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে মত বিরোধ রয়ছে। একটি কাহিনি অনুযায়ী ব্রহ্মার কমণ্ডলু এক নারীমূর্তির স্বরূপ প্রাপ্ত হয়, ইনিই গঙ্গা। বৈষ্ণব মতানুসারে, ব্রহ্মা তার কমণ্ডলুর জল নিয়ে সশ্রদ্ধ চিত্তে বিষ্ণুর পদ ধৌত করেছিলেন। সেই থেকেই গঙ্গার জন্ম। তৃতীয় একটি মত অনুযায়ী, গঙ্গা পর্বতরাজ হিমালয় ও তার পত্নী মেনকার কন্যা এবং পার্বতীর ভগিনী। তবে প্রতিটি মতেই একথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তাকে স্বর্গে উত্তীর্ণ করেন।

তবে এই পবিত্র গঙ্গা হিন্দুদের কাছে পবিত্র নদী। তারা এই নদীকে দেবী জ্ঞানে পুজো করেন। গঙ্গার ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। একাধিক পূর্বতন প্রাদেশিক ও সাম্রাজ্যিক রাজধানী যেমন পাটলিপুত্র, কনৌজ, কাশী, এলাহাবাদ, মুর্শিদাবাদ, মুঙ্গের ও কলকাতা এই নদীর তীরেই অবস্থিত। তবে মনে করা হয়, আদি বৈদিক যুগ বা ঋগ্বেদের যুগে গঙ্গা নয়, সিন্ধু ও সরস্বতী নদীই ছিল পবিত্র নদী।  মৌর্য থেকে মুঘল সাম্রাজ্য পর্যন্ত অধিকাংশ ভারতীয় সভ্যতারই প্রাণকেন্দ্র ছিল গাঙ্গেয় সমভূমি।

Latest Videos

হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীব মুক্তিলাভ করে। হিন্দু ধর্ম মত, স্বজনের চিতাভষ্ম বহু দূরদূরান্ত থেকে বয়ে এনে গঙ্গায় বিসর্জন দেন। তারা মনে করেন, এর ফলে মৃত ব্যক্তির আত্মা স্বর্গে গমন করেন। গঙ্গার তীরবর্তী বহু স্থান হিন্দু বিশ্বাস অনুযায়ী পবিত্র। গঙ্গা নদীর মাতৃ স্বরূপ এক হিন্দু দেবী। হিন্দু ধর্মে এই দেবী বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারিণী। শাস্ত্র মতে এই গঙ্গা স্নানে মেলে পুণ্য। তবে বাড়িতেই নিয়ম মেনে মন্ত্র পাঠে লাভ করতে পারেন গঙ্গা স্নানের মত পুণ্য। চলুন জেনে নেওয়া যাক সেই নিয়ম গুলি-

"শাস্ত্র মতে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। 
নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনসন্নিদ্ধিম কুরু।।"

এই মন্ত্র পাঠ করে বাড়িতে স্নান করলেই পাবেন গঙ্গাস্নান সমান পূণ্য। সেই সঙ্গে স্নানের জল ভরার সময় তর্জণী স্পর্শ করে ত্রিভুজ কাটুন ও ইষ্ট দেবতাকে স্মরণ করুন। আর পান বাড়িতেই গঙ্গা স্নানে পুণ্য।

Share this article
click me!

Latest Videos

কার নাম বললেন? স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শুভেন্দুর! | Suvendu Adhikari Saline Controversy
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata