২০২২-এ মহালয়া থেকে দশমী, কবে কোন তিথি, জেনে নিন আগামী বছরের দূর্গাপুজোর নির্ঘন্ট

২০২২ অক্টোবর মাসে পুজো। দেখে নেওয়া যাক, কোন দিনে পড়েছে কোন তিথি! 

Jayita Chandra | Published : Oct 15, 2021 5:37 AM IST

আজ বিজয়া দশমী, আরও একটা বছর অপেক্ষার পালা, কবে মা আসছেন আবার, ৩৬৫টা দিন চলে অপেক্ষার পালা। একটা ভালো পুজো কাটানোর পর সকলের নজর পড়ে থাকে আবার কবে আসবেন মা। ২০২২ অক্টোবর মাসে পুজো। দেখে নেওয়া যাক, কোন দিনে পড়েছে কোন তিথি! 

মহালয়া- ২৫ সেপ্টেম্বর রবিবার পড়েছে মহালয়া
মহাপঞ্চমী-৩০ সেপ্টেম্বর ২০২২ পড়েছে পঞ্চমী তিথি। 
মহাষষ্ঠী- শনিবার ১ অক্টোবর ২০২২পড়েছে ষষ্ঠী তিথি। 
মহাসপ্তমী- রবিবার ২ অক্টোবর ২০২২ পড়েছে সপ্তমী তিথি। 
মহাঅষ্টমী- সোমবার ৩ অক্টোবর ২০২২ পড়েছে অষ্টমী তিথি।
মহানবমী- মঙ্গলবার ৪ অক্টোবর ২০২২ পড়েছে সপ্তমী তিথি।  
মহাদশমী- বুধবার ৫ অক্টোবর ২০২২ পড়েছে দশমী তিথি। 

আরও পড়ুন- আর্থিক সমস্যা দূর করতে বৃহস্পতিবার পালন করুন এই নিয়ম, কাটিয়ে উঠুন সমস্যা

আরও পড়ুন-অ্যাকোরিয়াম কেবল সৌন্দর্য নয়, পরিবারে সুখ বয়ে আনতেও মোক্ষম উপাদান, জানুন বাস্তু টিপস

আরও পড়ুন-হাতে এক মাসেরও কম সময়, সন্ধিপুজো থেকে অষ্টমী আরতী, চটজলদি জেনে নিন এবার দুর্গাপুজোর নিঘন্ট

এই বিশেষ দিনগুলির অপেক্ষায় কাটবে আরও এক বছর। প্রতিবছর  দূর্গা পুজো বিশেষ কিছু নিয়ম মেনে হয়ে থাকে। আগামী বছর দেবীপক্ষের সূচনা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষেই। একই মাসে পড়ছে কালি পুজোও। চলতী বছর মায়ের গমণ দোলায়। 

    

 

Share this article
click me!