রইল কুম্ভ রাশির চারটি বদ অভ্যেসের হদিশ, সম্পর্কের ক্ষেত্রে এই ভুল এরা সব সময় করেন

Published : May 22, 2022, 08:48 AM IST
রইল কুম্ভ রাশির চারটি বদ অভ্যেসের হদিশ, সম্পর্কের ক্ষেত্রে এই ভুল এরা সব সময় করেন

সংক্ষিপ্ত

শনি গ্রহের জাতক জাতিকাদের প্রসঙ্গে আজ রইল বিশেষ তথ্য। শাস্ত্র মতে, এরা একা থাকতে বেশ পছন্দ করে থাকেন। অবসাদ, নৈরাশ্য, মনের অস্থিরতা দেখা দেয় এদের মধ্যে। এরা প্রথম জীবনে নানা রকম কষ্ট পেয়ে থাকেন। কিন্তু, শেষ জীবন এদের সুখের হয়।এদের জীবনে একাধিক সম্পর্ক আসে। সম্পর্কের ব্যাপরে এরা খুবই সিরিয়াস হন। তবে, অধিক সতর্কতা ক্ষতির কারণ হয়। আজ কুম্ভ রাশি প্রসঙ্গে রইল চারটি অজানা কথা। সম্পর্কের ব্যাপারে সব সময় এরা এই চারটি ভুল করে থাকেন।

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। শনি গ্রহের জাতক জাতিকাদের প্রসঙ্গে আজ রইল বিশেষ তথ্য। শাস্ত্র মতে, এরা একা থাকতে বেশ পছন্দ করে থাকেন। অবসাদ, নৈরাশ্য, মনের অস্থিরতা দেখা দেয় এদের মধ্যে। এরা প্রথম জীবনে নানা রকম কষ্ট পেয়ে থাকেন। কিন্তু, শেষ জীবন এদের সুখের হয়।এদের জীবনে একাধিক সম্পর্ক আসে। সম্পর্কের ব্যাপরে এরা খুবই সিরিয়াস হন। তবে, অধিক সতর্কতা ক্ষতির কারণ হয়। আজ কুম্ভ রাশি প্রসঙ্গে রইল চারটি অজানা কথা। সম্পর্কের ব্যাপারে সব সময় এরা এই চারটি ভুল করে থাকেন। জেনে নিন কী কী। 

এরা সব সময় আবেগে ভেসে যান। সম্পর্কের ব্যাপারে এরা বড্ড বেশি আবেগ প্রবণ হয়ে থাকেন। সে কারণে এদের জীবনে বিপদ ঘনিয়ে আসে। নিজেদের আবেগ ধরে রাখতে পারেন না একেবারেই। সামান্য জিনিসেই এরা দুঃখ পেয়ে যান। এদের এই আবেগের জন্য অনেক সময় বিচ্ছেদ হয়। 

প্রেমের থেকে বন্ধুত্ব আগে হয় এদের কাছে। অধিকাংশ সময়ই বন্ধুদের বেশি গুরুত্ব দেন। যে কারণে সঙ্গীর সঙ্গে মতভেদ হয়। এতে খারাপ প্রভাব পড়ে সম্পর্কে। তাই এদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে এই কথা মাথায় রাখুন। প্রেম ও বন্ধুত্বের মধ্যে এরা ভারসাম্য বজায় রাখতে অধিকাংশ সময়ই ব্যর্থ হয়ে থাকেন। 

কুম্ভরাশির ছেলে মেয়েদের জীবনে সব সময় যুক্তি প্রাধান্য পায়। এরা যুক্তি দিয়ে সব বিচার করে থাকেন। সেই কারণে সঙ্গীর সঙ্গে প্রায়শই অশান্তি লাগে। প্রেমের ক্ষেত্রে যুক্তি খাটে না, এটা এরা বিশ্বাস করতে চান না। আর এদের তর্ক করার অভ্যেস থাকে। যুক্তি তর্কে জয় করতে গিয়ে সঙ্গীর প্রতি অবিচার করে থাকে। যে কারণে এদের প্রেম ভাঙে প্রায়শই। 

ভবিষ্যত নিয়ে চিন্তা করত এক্সপার্ট হন কুম্ভ রাশির ছেলে মেয়েরা। সম্পর্কে জড়ালেই শেষ পর্যন্ত ভেবে ফেলেন। এদের কাছে বর্তমানের থেকে ভবিষ্যত বেশি প্রাধান্য পায়। এই নিয়ে সঙ্গীর সঙ্গে মতভেদ হয়। যার জন্য প্রায়শই এদের দ্বন্দ্ব লেগে থাকে। এই স্বভাবের জন্য ব্রেকআপ পর্যন্ত হয়ে তাকে এদের। তাই কুম্ভ রাশির কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে এদের এই স্বভাব প্রসঙ্গে অবগত থাকুন। তা না হলে সম্পর্কের জড়ানোর পর সমস্যা হবে। 

আরও পড়ুন- মে মাস শেষ হওয়ার আগে করুন এই কয়েকটি কাজ, সারা বছরের জন্য খুলে যাবে অর্থভাগ্য

আরও পড়ুন- রবিবার ৬ রাশির সম্পত্তি লাভের দারুন যোগ রয়েছে, দেখে নিন আজকের রাশিফল

আরও পড়ুন- জ্যৈষ্ঠমাসে এই কাজগুলি করলে আপনার হাতে আসবে টাকা, এই মাসে কখনই বেগুন খাবেন না
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল