চিনে নিন এই চার রাশিকে, বিয়ের বহু বছর পরও এদের হানিমুন পিরিয়ড চলতে থাকে

বিয়ের পর অনেক সম্পর্কেই ধীরে ধীরে কমতে থাকে ভালোবাসা। আজ রইল একেবারে অন্য রকম সম্পর্কের কথা। এই চার রাশিকে চিনে নিন। বিয়ের বহু বছর পরও এদের সম্পর্কে প্রেম থাকে সম্পর্কের প্রথমের মতো। 

বিয়ের পর প্রথম ৬ মাস হল হানিমুন পিরিয়ড। এই সময় খুব কম সম্পর্কে অশান্তি, ঝগড়া দেখা দেয়। সম্পর্কে শুরুতে প্রেমের কখনও অভাব থাকে না। কিন্তু, ধীরে ধীরে সম্পর্কের রঙ বদলাতে থাকে। টুকটাক ব্যাপারে ঝগড়া, মনোমালিন্য, মতের অমিলের মতো সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে ঝগড়া বাড়তে থাকে। সমস্যা এক সময় বড় আকার নেয়। অনেক সময় একই বাড়িতে থেকেও দুজনের মধ্যে বিস্তর দূরত্ব দেখা যায়। ধীরে ধীরে কমতে থাকে ভালোবাসা আজ রইল একেবারে অন্য রকম সম্পর্কের কথা। এই চার রাশিকে চিনে নিন। বিয়ের বহু বছর পরও এদের সম্পর্কে প্রেম থাকে সম্পর্কের প্রথমের মতো। 

কর্কট রাশি- রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা খুবই রোম্যান্টিক স্বভাবের মানুষ। এদের বিয়ের বহু বছর পরও এদের সম্পর্কে প্রেম থাকে সম্পর্কের প্রথমের মতো। এরা সঙ্গীর ভালোলাগা, তার পছন্দের বিষয় সব সময় গুরুত্ব দিয়ে থাকেন। 

তুলা রাশি- রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা স্বভাবে খুবই রোম্যান্টিক হন। এদের বিয়ের কয়েক দশক পরও হানিমুন পর্ব চলতে থাকে। সম্পর্ক ও পরিবার খুব সুন্দর ভাবে সামলে চলতে পারেন এরা। এরা সঙ্গীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। সঙ্গীর সব রকম সুযোগ সুবিধার কথা খেয়াল রাখেন। 

বৃষ রাশি- রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা সুন্দরের পুজারী হন। এরা ত্যাগী স্বভাবের। এরা সম্পর্কের ব্যাপারে খুবই সচেতন। বাকি দুই রাশির মতো এরাও সঙ্গীর সব রকম ভালোলাগার কথা খেয়াল রাখেন। এদের বিয়ের বহু বছর পরও সম্পর্কে প্রথম সময়ের মতো ভালোবাসা থাকে। সে কারণে এরা দাম্পত্য জীবনে খুবই খুশি হন। 

Latest Videos

মিথুন রাশি- রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা অস্থিরমনা ও নরম-গরম স্বভাব যুক্ত। এদের দাম্পত্য জীবন খুবই সুখের হয়। সম্পর্কের প্রথম থেকে এরা সঙ্গীর সব রকম ব্যাপারে খেয়াল রাখেন। এদের বিয়ের বহু বছর পরও সম্পর্কে প্রথম সময়ের মতো ভালোবাসা থাকে। সঠিক ব্যক্তির সঙ্গে বিবাহে এরা চরম দাম্পত্য সুখ অনুভব করে থাকেন। 

আরও পড়ুন- মে মাসে গ্রহের খারাপ প্রভাব পড়তে চলেছে এই চার রাশির ওপর, জেনে নিন মুক্তি পাবেন কী করে

আরও পড়ুন- পুরনো বিবাদ মেটানোর সুযোগ আসতে পারে এই তিন রাশির জীবনে, রইল প্রেমের রাশিফল

​​​​​​​আরও পড়ুন- শুক্রবার ৫ রাশির স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা, দেখে নিন আজকের রাশিফল
 

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি