অর্থ রোজগারের জন্য চলে কঠিন পরিশ্রম, তেমনই সুস্বাস্থ্য বজায় রাখতে চলে সকলেই নিয়ম মেনে চলেন। তা সত্ত্বেও মাঝে মধ্যে আসে একাধিক বাধা। পারিবারিক অশান্তি, দ্বন্দ্ব, মনোমালিন্য সব লেগেই আছে। এই সব দূর করতে মেনে চলুন বাস্তু টোটকা। রোজ সকালে উঠে নিষ্ঠার সঙ্গে এই তিন কাজ করুন। এতে দূর হবে সকল অশান্তি।
পারিবারিক সুখ-শান্তি, আর্থিক উন্নতি সকলেরই কাম্য। সকলেই চান পরিবারের সকল সদস্য যেন সুস্বাস্থ্য লাভ করে। এই সবের জন্য চলে কঠিন পরিশ্রম। অর্থ রোজগারের জন্য চলে কঠিন পরিশ্রম, তেমনই সুস্বাস্থ্য বজায় রাখতে চলে সকলেই নিয়ম মেনে চলেন। তা সত্ত্বেও মাঝে মধ্যে আসে একাধিক বাধা। পারিবারিক অশান্তি, দ্বন্দ্ব, মনোমালিন্য সব লেগেই আছে। এই সব দূর করতে মেনে চলুন বাস্তু টোটকা। রোজ সকালে উঠে নিষ্ঠার সঙ্গে এই তিন কাজ করুন। এতে দূর হবে সকল অশান্তি। কেটে যাবে সকল দুর্ভোগ। শাস্ত্র মতে, এই টোটকা মেনে চললে কয়েকদিনেই লাভ দেখতে পাবেন।
নুন জলে ঘর মুছুন। ঘর মোছার জলে ১ চিমটে নুন ফেলে দিন। এই জল দিয়ে ঘর মুছুন। ঘরের সকল নেতিবাচক এনার্জি দূর হবে এই টোটকায়। নানা কারকণে মানসিক অবসাদে ভুগছেন অনেকে। অনেক সময় নেতিবাচক শক্তি কিংবা বাস্তুদোষ এই অবসাদের কারণ হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন এই টোটকা। স্নানের বালতিতে ১ চিমটে নুন ফেলে দিন। এই জল দিয়ে স্নান করুন। মনে করা হয়, এতে আপনার ওপর যদি কারও কু দৃষ্টি পরে তা হলে তা দূর হবে।
রোজ সকালে সূর্য দেবকে অর্ঘ্য দিন। আদি দেবতাদের মধ্যে গণ্য করা হয় সূর্য দেবকে। তিনি সম্মান, সম্পদ, বুদ্ধির প্রতীক। রোজ সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পডুন। এবার সূর্যদেবকে অর্ঘ্য দিন। এতে সব কাজে সফল হবেন। যে কোনও বাধা কেটে যাবে সূর্য দেবের কৃপায়। নিয়মিত মেনে চলুন এই টোটকা। সূর্য দেবকে অর্ঘ্য দেওয়ার আগে তাঁকে ধূপ দেখাতে ভুলবেন না।
মানি প্ল্যান্টে জল দেওয়ার সময় সেই জলে মেশান সামান্য দুধ। এতে আর্থিক উন্নতি ঘটবে। জ্যোতিষ মতে, মা লক্ষ্মী দুধে তুষ্ট হন। আর মানি প্ল্যান্টকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। সে কারণে মানি প্ল্যান্টে দুধ দিলে মা লক্ষ্মী তুষ্ট হন। আর্থিক কারণে অনেকেই অশান্তিতে থাকেন। এই সমস্যা দূর করতে অবশ্যই মেনে চলুন এই টোটকা। মাত্র কদিনে এই টোটকা মেনে চললেই উপকার পাবেন। রোজ সকালে উঠে নিষ্ঠাভাবে এই কয়টি কাজ করুন। দূর হবে সকল দুর্ভোগ ও অশান্তি।
আরও পড়ুন- ৩১ মার্চ থেকে ভালো সময় শুরু হচ্ছে এই চার রাশির, দেখে নিন কে কে রয়েছেন তালিকায়
আরও পড়ুন- বর্তমান চাকরিতে বিরক্ত? নববর্ষের আগেই এই রাশির জাতকরা পাবেন ইন্টারভিউয়ের সুযোগ
আরও পড়ুন- এমন দরজা দিয়েই ঘরে ঢুকবে ভাগ্যলক্ষ্মী, খুলে যাবে আপনার কপাল