বৃহস্পতিবার চালের হাঁড়িতে রেখে দিন এই জিনিস, বজায় থাকবে লক্ষ্মীর কৃপা

Published : Apr 17, 2022, 11:21 PM ISTUpdated : Apr 18, 2022, 01:26 AM IST
বৃহস্পতিবার চালের হাঁড়িতে রেখে দিন এই জিনিস, বজায় থাকবে লক্ষ্মীর কৃপা

সংক্ষিপ্ত

অনেক ক্ষেত্রে দেখা যায় দেবী লক্ষীর আরাধনা করার পরেও আর্থিক ভাবে সচ্ছল থাকতে পারছেনা অনেকে। তবে এক্ষেত্রে বিশেষ একটি জিনিস বৃহস্পতিবার দিন চালের বদলে দিলে আপনি সহজেই অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। 

আর্থিক সংকট, আর্থিক জটিলতা সারাক্ষণই লেগে থাকে। কারণ ছাড়া অর্থ ব্যয়, রোগের পিছনে খরচ, প্রাপ্য টাকা না পাওয়ার মতো সমস্যা লেগে থাকে, এমন সমস্যা লেগেই থাকে। একমাত্র মা লক্ষ্মীর কৃপায় কেটে যেতে পারে এই সকল জটিলতা। এবার থেকে আর্থিক জটিলতা কাটাতে, কিংবা আর্থিক বৃদ্ধি ঘটাতে মেনে চলুন জ্যোতিষ টোটকা। মা লক্ষ্মীর পুজো করতে মেনে চলুন এই টোটকা। এই টোটকায় আর্থিক সমৃদ্ধি ঘটবে বলে উল্লেখ আছে জ্যোতিষ শাস্ত্রে। এই টোটকা মেনে আর্থিক বৃদ্ধি ঘটবে। শাস্ত্র মতে বৃহস্পতিবার কে লক্ষ্মীবার হিসেবে মনে করা হয়। আর দেবী লক্ষ্মী মূলত ধনসম্পদের দেবী। প্রতি বৃহস্পতিবারই বাড়িতে দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন হিন্দু ধর্মাবলম্বী বেশীরভাগ মানুষই। সেই দিন লক্ষ্মীর পাঁচালি পড়তে দেখা যায়।

মানুষের বিশ্বাস এর প্রভাবে পরিবারের সুখ ও আর্থিক দিক থেকেও শক্তিশালী হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় দেবী লক্ষ্মীর আরাধনা করার পরেও আর্থিক ভাবে সচ্ছল থাকতে পারছে না অনেকে। তবে এক্ষেত্রে বিশেষ একটি জিনিস বৃহস্পতিবার দিন চালের বদলে দিলে আপনি সহজেই অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। 

আরও পড়ুন- চিনি নিন এই চার রাশির ব্যক্তিদের, এরা উপহার দেওয়ার ব্যপারে বড্ড কার্পণ্য করে থাকেন

অর্থনৈতিক সঙ্কট দূর করতে এই নিয়মটি মেনে চলুন - আপনি প্রতি বৃহস্পতিবারই যদি দেবী লক্ষ্মীর পুজো করার পরেও দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সঙ্কটে ভুগে থাকেন তাহলে আপনি এই নিয়মটি মেনে চলুন। এক্ষেত্রে আপনাকে একটি স্টীলের গ্লাস নিতে হবে। ওই গ্লাস টি ভর্তি করে চাল নিন। এবার ওই গ্লাস ভর্তি চালের মধ্যে একটি ১ টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট ঢুকিয়ে রাখুন। এবার ওই গ্লাসটি দেবী লক্ষীর সামনে রেখে বৃহস্পতিবার দিন মা লক্ষীর পুজো করার পর গ্লাসটিকেও পুজো করুন। 

আরও পড়ুন- এই ৪ রাশির জীবনে আসতে পারে নতুন প্রেম, দেখে নিন প্রেমের দিক দিয়ে দিনটি কেমন

যেই কথাগুলি মাথায় রাখবেন - উপরিউক্ত পদ্ধতিটি মেনে চলতে গেলে বেশ কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে। যার প্রথমটায় হচ্ছে মনে বিশ্বাস। যদি আপনি বিশ্বাস নিয়ে এই কাজ করেন তবেই এটি আপনার কাজে আসবে। সেই কারণে যদি এই পদ্ধতিতে বিশ্বাস না থাকে সেক্ষেত্রে না করাই ভালো।

আরও পড়ুন- সস্তার মুনস্টোন সারিয়ে দিতে পারবে আপনার মনের অসুখ, দেখুন চন্দ্রকান্তের কত গুণ

এছাড়াও আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে প্রতি বৃহস্পতিবারই এই কাজটি আপনাকে করতে হবে। পুজো করার সময় শুদ্ধ হয়ে এবং শুদ্ধ জামাকাপড় পরে পুজো করা বাঞ্চনীয়। এছাড়াও পুজো হয়ে গেলে ওই গ্লাস ভর্তি চাল গুলি রেখে দিতে হবে আপনার চালের জায়গায়। ফলত এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে খুব সহজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল