সংকষ্টী ব্রত পালন করতে চাইলে সকালে উঠে স্নান করুন। এরপর পরিষ্কার পোশাক পরিধান করুন। ঘি-এর প্রদীপ জ্বালিয়ে দেবতার সামনে রাখুন। তারপর গণেশকে ফুল, বেলপাতা অর্পন করুন। ফল ও মিষ্টি দিন ভগবান গণেশকে (Lord Ganesh)। পাঠ করুন সংকষ্টী ব্রত।
এবছর দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী পড়েছে ১৯ ফেব্রুয়ারি রাত ৯.৫৬ মিনিটে। আর ছাড়ছে ২০ ফেব্রুয়ারি রাত ৯.০৫ মিনিটে। এদিন প্রভু গণেশের (Lord Ganesh) পুজো করতে হলে সকল সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। বছরে একাধিকবার মর্ত্যে আসেন সিদ্ধিদাতা গণেশ। শুক্লা ও কৃষ্ণ উভয় পক্ষে গণেশ পুজো হয়। শুক্লপক্ষে পালিত ব্রতকে বলে বিনায়ক চতুর্থী আর ক্ষয়প্রাপ্তির ব্রতকে বলে সংকষ্টী। প্রতিটি সংকষ্টী ব্রতর নির্দিষ্ট নাম আছে। যেটি ফাল্গুন বা মাঘ মাসে পড়ে তাকে বলে দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী (Dwijapriya Sankashti Ganesh Chaturthi)।
সংকষ্টী ব্রত পালন করতে চাইলে সকালে উঠে স্নান করুন। এরপর পরিষ্কার পোশাক পরিধান করুন। ঘি-এর প্রদীপ জ্বালিয়ে দেবতার সামনে রাখুন। তারপর গণেশকে ফুল, বেলপাতা অর্পন করুন। ফল ও মিষ্টি দিন ভগবান গণেশকে (Lord Ganesh)। পাঠ করুন সংকষ্টী ব্রত। ব্রত কথায় বর্ণিত আছে বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তির কাহিনি।
দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী ব্রত কথা
বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তির সাত পুত্র ছিল। তার সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এক সঙ্গে থাকতে অস্বীকার করে। বছর কেটে গেল। বিষ্ণু আরও বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়ল। যখনই সে তাদের সঙ্গে দেখা করত তখনই তার পুত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করত। একদিন তিনি সংকষটী ব্রত পালনের সিদ্ধান্ত নেন। তিনি তার জ্যেষ্ঠ পুত্রর বাড়ি গিয়ে পুজোর জোগাড়ের জন্য সাহায্য চান। কিন্তু, তিনি শুধু সাহায্য করতে অস্বীকার করেননি বরং প্রভু গণেশকেও অপমান করেন। তারপর তার ছোট ছেলে ছাড়া সকলেই তাঁকে সাহায্য করতে অস্বীকার করে। কনিষ্ঠ পুত্র ছিল সব থেকে দরিদ্র তা সত্ত্বেও তিনি তার প্রচেষ্টার ত্রুটি রাখেননি। তিনি ভিক্ষা চেয়ে ব্রত ও পুজোর সামগ্রী কেনার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন।
বিষ্ণু শর্মা নিষ্ঠা ভরে পুজো করেন। তার পুজোয় ভগবান গণেশ সন্তুষ্ট হন। এবাং ভগবানের কৃপায় তিনি মূল্যবান রত্ন ও গহনা লাভ করনে। সঙ্গে তাঁর কনিষ্ঠ সন্তানও ভগবানের কৃপা পান। তিনিও ধনী হয়ে ওঠেন। আর যারা প্রভু গণেশের (Lord Ganesh) পুজো করতে উপেক্ষা করেছিল তারা আর্থিক সংকটে পড়েন। এভাবেই দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী ব্রত সকলের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে।
আরও পড়ুন: শুক্রবার ৬ রাশির অতিরিক্ত আয়ের যোগ রয়েছে, দেখে নিন আজকের রাশিফল
আরও পড়ুন: পুরির জগন্নাথ মন্দির সম্পর্কে ১০টি রহস্য, আজও কোনও ব্যাখ্যা পাওয়া যায় না
আরও পড়ুন: চাণক্য নীতি, 'এই ৪টি বিষয় প্রতিটি বাবা-মায়ের সন্তান পালনের সময় মনে রাখা উচিত'