দেশ জুড়ে পালিত হচ্ছে যোগিনী একাদশী, জেনে নিন কীভাবে তুষ্ট করবেন ভগবান বিষ্ণুকে

আজ দেশ জুড়ে পালিত হচ্ছে যোগিনী একাদশী। দিনটি উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণুকে। দিনটিকে খুবই পবিত্র দিন মনে করা হয়। বিষ্ণু ভক্তরা বছর ভর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। এই দিন ব্রত পালনে পুণ্য অর্জন সম্ভব। প্রচলিত আছে এমনই কথা। বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য ভক্তরা এই দিন ব্রত পালন করে থাকেন। 

হিন্দু শাস্ত্রে রয়েছে ১৩৩ কোটি দেবতার উল্লেখ। শাস্ত্র মতে, বিভিন্ন তিথিতে আরাধনা করা হয় ১৩৩ কোটি শক্তির। আর এই সকল তিথি নির্ধারণ করা হয় পূর্ণিমা-অমাবস্যার সময় হিসেব করে। সেই অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একদাশী তিথিতে পালিত হয় যোগিনী একাদশী। আজ সেই দিন। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে যোগিনী একাদশী। দিনটি উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণুকে। দিনটিকে খুবই পবিত্র দিন মনে করা হয়। বিষ্ণু ভক্তরা বছর ভর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। এই দিন ব্রত পালনে পুণ্য অর্জন সম্ভব। প্রচলিত আছে এমনই কথা। বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য ভক্তরা এই দিন ব্রত পালন করে থাকেন। 

আজ যোগিনী একাদশীর শুভ সময় শুরু হচ্ছে ভোর ৪টে থেকে। ব্রক্ষ্ম মুহূর্ত ভোর ৪.০৪ থেকে ৪.৪৪ মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত ১১.৫৬ থেকে ১২.৫১ মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর ২.৪৩ থেকে ৩.৩৯ মিনিট পর্যন্ত। গোধুলি মুহূর্ত সন্ধ্যা ৭.০৯ থেকে ৭.৩৩ মিনিট পর্যন্ত। অমৃত কাল ২৫ জুন ভোর ৫.০৮ থেকে ৬.৫৩ পর্যন্ত। সর্বার্থ সিদ্ধ যোগ ভোর ৫.২৪ থেকে ৮.০৪ মিনিট পর্যন্ত থাকবে। 

এদিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা কিংবা পবিত্র নদীতে স্নান করুন। তারপর নতুন পোশাক পরিধান করুন। এবার ঠাকুর ঘরে বেদি তৈরি করে তাতে ৭টি ধান রাখুন। কলস স্থাপন করুন। আমের পাঁচটি পাতা দিন। এবার বেদীতে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি রাখুন। ধূপ-প্রদীপ দিয়ে আরতি করুন। সারাদিন উপবাস করতে হবে। এবার সন্ধ্যার আবারও আরতি করুন। তারপর ফল খেতে পারেন। এদিন রাতে জেগে থাকলে শুভ ফল পাওয়া যায়। রাতে ভজন-কীর্তন শুনুন। পরের দিন খাবার খেয়ে উপবাস ভাঙুন।  

সারাদিন উপবাস করে পালন করা হয় এই ব্রত। কথিত আছে, নিষ্ঠার সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করলে সব কাজে সফল হবেন। জীবনে সকল খারাপ সময় কেটে যাবে। শাস্ত্রে যোগিনী একাদশী একটি বিশেষ দিন হিসেবে উল্লেখ করা আছে। এই দিন উপবাস করে পুজো করলে সফল হবেন। এদিন পাঠ করুন যোগিনী একাদশী ব্রত। খেয়াল রাখবেন ব্রত পাঠের সময় যেন মন অস্থির না থাকে। এক মনে ভগবান বিষ্ণুর পুজো করুন। দূর হবে জীবনের সকল দুঃখ।    

আরও পড়ুন- শুক্রবারে ৬ রাশির ব্যবসায় দারুন লাভের যোগ রয়েছে, দেখে নিন আজকের রাশিফল

Latest Videos

আরও পড়ুন- উপহার থেকে হতে পারে সম্পর্কের ক্ষতি, জেনে নিন কী কী জিনিস বিনামূল্যে নেবেন না

আরও পড়ুন- লাভ ইজ ইন দ্য এয়ার! এই সপ্তাহে উদ্দাম শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেন এই রাশির জাতকরা  
 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ