চলতি মাসেই বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখে নিন গ্রহণের সময়, ভারতে কোথায় দৃশ্যমান হবে গ্রহণ

চলতি মাসেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। ৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে শুরু হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণ শেষ হবে ভোর ৪টে ৭ মিনিটে। তবে, ভারতে এই গ্রহণের কোনও প্রভাব পড়বে না। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গণনা অনুসারে ২০২২ সালে দু বার অনুষ্ঠিত হবে সূর্যগ্রহণ। আর চলতি মাসেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। দ্বিতীয় গ্রহণ হবে ২৫ অক্টোবর। ৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে শুরু হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণ শেষ হবে ভোর ৪টে ৭ মিনিটে। তবে, ভারতে এই গ্রহণের কোনও প্রভাব পড়বে না। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

আসন্ন সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। স্পেস ডট কম অনুসারে দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশে দেখা যাবে গ্রহণ। 

Latest Videos

এখন প্রশ্ন হল সূর্য গ্রহণ কী। যখন চাঁদ একই সময় সূর্যের মাঝখানের চলে আসে। এই মুহূর্তটিতে চাঁদ সূর্যকে আড়াল করে দেয়। এবং সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। এই বিরল ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। এই গ্রহণের প্রভাব পড়ে বিভিন্ন রাশির ওপর। শাস্ত্রে, গ্রহণের গুরুত্ব রয়েছে বিস্তর। শাস্ত্র মতে, গ্রহণের প্রভাব পড়ে বিভিন্ন রাশির ওপর। এতে মানুষের জীবনে খারাপ অথবা ভালো উভয় সময় শুরু হয়। কারও জীবনে উন্নতি ঘটে তো কারও অবনতি। সামনে শনিবার সূর্যগ্রহণ ভারতে দশ্যমান  না হলেও, এর প্রভাব অবশ্যই পড়বে বিভিন্ন রাশির ওপর। 

ভারতীয় সময় অনুসারে, সূর্যগ্রণ চলবে প্রায় তিন ঘন্টা ৫২ মিনিট। এবার গ্রহণে সূর্যের সর্বাধিক ৫৪ শতাংশ অস্পষ্ট অনুভূত হবে। তবে, এবার ভারতে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে না। সে কারণে ভারতে সূতক কাল পালিত হবে না। 
তবে, গ্রহণের সময় অবশ্যই কয়টি বিশেষ টোটকা মেনে চলুন। প্রথমত, গ্রহণ কালে গৃহদেবতীকে স্মরণ ও জপ করুন। তবে, এই সময় পুজো করবেন না। এতে গ্রহণের খারাপ প্রভাব থেকে মুক্তি পাবেন। তাছাড়া, সূর্য গ্রহণের সময় দান করা শুভ বলে মনে করা হয়। এই সময় দরিদ্রদের দান করতে পারেন। তবে, এই নির্দিষ্ট সময় ব্যাপী খাবার ঢেকে রাখুন। খাবার খাবেন না। গ্রহণ শেষ স্নান করতে পারেন। বহু যুগ ধরে এমন রীতি প্রচলতি। এই সময় খুব সাবধানে থাকুন গর্ভবতীরা। গ্রহণের সময় খাদ্যগ্রহণ করবেন না। তেমনই ছুঁড়ি কিংবা কাঁচি রাখুন দূরে। এতে গ্রহণের খারাপ প্রভাব থেকে মুক্তি পাবেন। এই সময় সঠিক নিয়ম মেনে চললে সুস্বাস্থ্য বজায় থাকবে। চলতি মাসে বছরের প্রথম সূর্যগ্রহণের সময় এই নির্দিষ্ট নিয়ম মেনে চলুন।  

আরও পড়ুন- শুভ কাজে যাওয়ার সময় আগে ফেলুন এই পা, দেখে নিন সামুদ্রিক শাস্ত্রের বিধান

আরও পড়ুন- বাড়িতে তুলসী গাছের সঙ্গে লাগান এই গাছ, পরিবারে বজায় থাকবে সুখ শান্তি

আরও পড়ুন- সাবধান! শনি অমাবস্যা যোগে প্রথম সূর্যগ্রহণের দিন ভুলেও করবেন না এই কাজগুলি, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে

 
 

Share this article
click me!

Latest Videos

খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা