মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি লগ্ন ও গ্রহের যোগের ফলাফল যা বিবাহ ও সম্পর্কের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ।
মিথুন, কন্যা, কুম্ভ ও মীন লগ্নের নারীদের জীবনে চলার পথ মোটেই সহজ নয়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে জীবনে এরা সাফল্য অর্জন করে। তবে এই সাফল্য পাওয়ার জন্য এদের প্রচুর পরিশ্রম করতে হয়। তাই এরা একটু বেশি বয়সেই সাফল্য অর্জণ করে।
একইভাবে আবার কুম্ভ ও মীন লগ্নের জাতিকারা তীক্ষ্ণবুদ্ধির অধিকারী ও নানা গুনের আধার। কুম্ভ ও মীন লগ্নের জাতিকারা মঙ্গল, শুক্র ও শনির দ্বারা প্রভাবিত। এই লগ্নের জাতিকারাদের সব সময় নতুন জিনিস জানার আগ্রহ থাকে। বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, রাজনীতিতে বুদ্ধি নিয়োগ করে জীবনে সফল হন।
মেজাজে এরা পুরুষের সমান তবে ভদ্র ও বিনয়ী। এদের ভদ্র ব্যবহারের জন্য এদের প্রতি নারী ও পুরুষ উভয়েরই পছন্দের পাত্রী হন। এঁরা যাকে ভালবাসে তার জন্য নিজের ক্ষতি করেও সব কিছু করতে প্রস্তুত থাকে।
আবার যখন তারা বুঝতে পারেন অন্য কেউ ক্ষতি করার চেষ্টা করেন তখন সাংঘাতিক হয়ে ওঠেন।
কুম্ভ ও মীন লগ্নের জাতিকারা তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন এবং নানা গুনের আধার। কুম্ভ ও মীন লগ্নের জাতিকারা মঙ্গল, শুক্র ও শনির দ্বারা প্রভাবিত।
অন্যদিকে আবার মিথুন ও কন্যার লগ্নাধিপতি হল বুধ। এই দুই লগ্নের জাতিকাদের অন্যান্য গ্রহের চেয়ে শনি ও বুধের অবস্থান বেশি প্রাধান্য বিস্তার করে।